• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

বদলে যাচ্ছে এসি ফার্স্ট ক্লাস কামরার চেহারা!

ভারত:- ট্রেনের কামরা কীভাবে আরও বেশি স্বাচ্ছন্দ্যের হয়ে ওঠে সে দিকে নজর দিচ্ছে রেল কর্তৃপক্ষ। শুধুমাত্র গন্তব্যে দ্রুত পৌঁছে দেওয়াই নয়, যাত্রীদের অভিজ্ঞতা আরও সুন্দর করে তোলার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, সম্প্রতি ফার্স্ট ক্লাস এসি কামরার একটি ডিজাইন সামনে এসেছে, যা কার্যত বিমানের বিজনেস ক্লাসের থেকে কম কিছু নয়। কাপুরথালের রেল কোচ ফ্যাক্টরি একটি

ভারত:- ট্রেনের কামরা কীভাবে আরও বেশি স্বাচ্ছন্দ্যের হয়ে ওঠে সে দিকে নজর দিচ্ছে রেল কর্তৃপক্ষ। শুধুমাত্র গন্তব্যে দ্রুত পৌঁছে দেওয়াই নয়, যাত্রীদের অভিজ্ঞতা আরও সুন্দর করে তোলার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, সম্প্রতি ফার্স্ট ক্লাস এসি কামরার একটি ডিজাইন সামনে এসেছে, যা কার্যত বিমানের বিজনেস ক্লাসের থেকে কম কিছু নয়। কাপুরথালের রেল কোচ ফ্যাক্টরি একটি ফার্স্ট ক্লাস কামরার ডিজাইন প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে, একটি কিউবিকল তৈরি করা হবে দুজনের জন্য। এছাড়া থাকবে জানালার প্যানরমিক ভিউ অর্থাৎ আরও বেশি করে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে। বর্তমানে যে এসি ফার্স্ট ক্লাস কামরা রয়েছে, তাতে একদিকে থাকে বার্থ আর এক দিকে হাঁটাচলা করার জায়গা। এবার সেই হাঁটার করিডরটা থাকবে মাঝে আর দু পাশে থাকবে বার্থ। এর আগে এসি ফার্স্ট ক্লাসে থাকত ২৪টি বার্থ, নতুন পরিকল্পনা অনুযায়ী থাকবে ৩০টি বার্থ। সূত্রের খবর, জানা গিয়েছে, কাপুরথালের রেল কারখানার জিএম অরুণ কুমার জৈন জানিয়েছেন, দু পাশে বার্থগুলি রাখার পরিকল্পনা করা হয়েছে। ফলে আরও বেশি যাত্রী জানালা থেকে বাইরের দৃশ্য দেখতে পাবেন। সংস্থার আরও দাবি করেন, রেলের কুপ সাধারণত দুজনের জন্য নিতে চান অনেক যাত্রীই। তাঁদের কথা ভেবেই এই ডিজাইন করা হয়েছে। এর ফলে দিনের বেলায় দুই যাত্রী নীচে মুখোমুখি বসতে পারবেন, আর রাতে একজন নীচে ও আর একজন ওপরে শুতে পারবেন। নতুন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে কামরাগুলিতে আরও বিলাসবহু করা যায়, সেই চেষ্টাই চলছে। ল্যাপটপ টেবিল, বোতলের হোল্ডার ও টিভি- সবই থাকবে বার্থের ওপরে।

Advertisement

Advertisement