• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

চন্দ্রবাবু নাইডুর জেল হেফাজতের মেয়াদ বাড়ল 

দিল্লি, ৩ অক্টোবর – দুর্নীতির মামলায় মুক্তি পেলেন না অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন না তিনি। তাঁর জেল হেফাজতের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। কয়েক কোটি টাকার দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি রয়েছেন তেলেগু দেশম পার্টির নেতা  প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আগামী সপ্তাহের সোমবার, ৯ অক্টোবর ফের এই মামলার শুনানি হবে। বিচারপতি অনিরুদ্ধ

দিল্লি, ৩ অক্টোবর – দুর্নীতির মামলায় মুক্তি পেলেন না অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন না তিনি। তাঁর জেল হেফাজতের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। কয়েক কোটি টাকার দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি রয়েছেন তেলেগু দেশম পার্টির নেতা  প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আগামী সপ্তাহের সোমবার, ৯ অক্টোবর ফের এই মামলার শুনানি হবে। বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ অন্ধ্র প্রদেশ সরকারের আইনজীবী মুকুল রোহতাগিকে নির্দেশ দিয়েছে, যাতে মামলার সঙ্গে সম্পর্কিত সব নথি সুপ্রিম কোর্টে পেশ করা হয়। হাইকোর্টে যা যা তথ্যপ্রমাণ পেশ করা হয়েছে, সেসব পেশ করতে বলা হয়েছে।

তাঁর বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন চন্দ্রবাবু নাইডু। তাঁর আর্জির বিরোধিতা করে মুকুল রোহতাগি দাবি করেছেন, আইন অনুযায়ী সেই সুযোগ নেই। অন্যদিকে, এই অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক বলে দাবি করেছেন চন্দ্রবাবু নাইডুর পক্ষের আইনজীবী হরিশ সালভে। গ্রেফতার হওয়ার পর প্রথমে হাইকোর্টের দ্বারস্থ হন চন্দ্রবাবু। কিন্তু অন্ধ্র প্রদেশ হাইকোর্ট প্রাক্তন মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ করে দেয়। আদালতের যুক্তি ছিল, তদন্ত যখন চূড়ান্ত পর্যায়ে , তখন আদালত তাতে হস্তক্ষেপ করতে পারবে না। এরপর সুপ্রিম কোর্টে আর্জি জানান তিনি।

Advertisement

বর্তমানে অন্ধ্র প্রদেশের সেন্ট্রাল জেলে রয়েছেন চন্দ্রবাবু। তাঁর নামে ৩৭১ কোটি টাকার দুর্নীতির মামলা রয়েছে।  

Advertisement

Advertisement