সামরিক বাহিনীর ত্রাতার খোঁজে কেন্দ্র

Written by Sunita Das October 30, 2023 4:42 pm

দিল্লি, ৩০ অক্টোবর– আগেভাগে সুনির্দিষ্ট গোয়েন্দা ‘তথ্য’ হাতে না পাওয়ার কারণে বহু ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় আধা-সামরিক বাহিনীকে৷ কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী আইবির সঙ্গে সঠিক সমন্বয়ের অভাবই এর প্রধান কারণ বলে শোনা যায়৷ এই পরিস্থিতিতে আধা-সামরিক বাহিনী সিআরপিএফ, আইটিবি, বিএসএফ-এর নিজস্ব ইনটেলিজেন্স ইউনিট বা গোয়েন্দা শাখার জন্য ৬৫৯টি পদে নিয়োগের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার৷ সরকারি সূত্রে খবর, আধা-সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগকে আরও শক্তিশালী করতেই একসঙ্গে এতজনের নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রক৷ আধা-সামরিক বাহিনীর নিয়ন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রকের লিখিত অনুরোধেই এই অনুমোদন দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের দাবি৷
মাওবাদী অধু্যষিত ছত্তিসগড়, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড এবং অন্ধ্রপ্রদেশে বিশেষ অপারেশন চালানোর আগে অনেক সময়েই প্রয়োজনীয় গোয়েন্দা ইনপুটের অভাবে ভুগতে হয় কেন্দ্রীয় বাহিনীকে৷ একই সমস্যা হয় জম্মু-কাশ্মীরেও৷ সঠিক সময়ে গোয়েন্দা ইনপুট হাতে পেতে আধা-সামরিক বাহিনীগুলি নিজেদের গোয়েন্দা শাখাকে আরও শক্তিশালী করার উপরও জোর দিতে থাকে৷ সূত্রের খবর, এই মর্মে আধা-সামরিক বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা প্রস্তাব পেশ করেন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে৷ সেই প্রস্তাব খুঁটিয়ে দেখে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নিয়োগ অনুমোদন চাওয়া হয় অর্থ মন্ত্রকের কাছে৷ তারই পরিপ্রেক্ষিতে ৬৫৯ জনকে নিয়োগের অনুমোদন৷