এই ১৪ অ্যাপেই পাক জঙ্গিদের দৌড়, নিষিদ্ধ করল কেন্দ্র 

Written by SNS May 1, 2023 4:10 pm

দিল্লি,১ মে — পাকিস্তান থেকে ভারতে এসে হামলা চালাচ্ছে জঙ্গিরা। আর সেই হামলার প্রস্তুতি নেওয়া, খবরাখবর পাচার এবং এদেশে তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নাকি বেশ কয়েকটি মেসেজিং অ্যাপ ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা। সেই তথ্য সামনে আসতেই একসঙ্গে ১৪টি মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ।

সপ্তাহ দেড়েক আগেই ইদের ঠিক আগে জম্মু ও কাশ্মীরের পুঞ্চে লস্কর জঙ্গিদের গুলি এবং গ্রেনেড হামলায় মৃত্যু হয়েছিল রাষ্ট্রীয় রাইফেলসের ৫ জওয়ানের । সেই ঘটনার পরেই জঙ্গিদের সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সন্দেহভাজন ১২ জনকে গ্রেফতারও করা হয়। সেই তদন্তেই বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায়, বেশ কিছু মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে বিভিন্ন জঙ্গি সংগঠন। সেগুলির মারফত ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স এবং সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা।

তারপরেই এরকম ১৪টি মেসেজিং অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছে কেন্দ্র। সেগুলি হল, ক্রিপভাইসার, এনিগ্মা, সেফসুইস, উইক্রেমে, ব্রিয়ার, বিচ্যাট, মিডিয়াফায়ার, ন্যান্ডবক্স, কনিয়ন, আইএমও, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি এবং থ্রিমা।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা এবং ইন্টেলিজেন্স সংস্থাগুলির পরামর্শের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।