• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

মণিপুরে অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করুক কেন্দ্র, আর্জি মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিংহের  

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর –  মণিপুরে অনুপ্রবেশ রুখতে মায়ানমার সীমান্ত পারাপার সম্পূর্ণভাবে বন্ধের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিংহ। কেন্দ্রকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। মোদি সরকারের ‘লুক ইস্ট’  নীতির অঙ্গ হিসাবে ২০১৮ সাল থেকে  একটি পারস্পরিক সমঝোতায়  আসে ভারত এবং মায়ানমার। এই সমঝোতা মেনে  দুই দেশের জনজাতি সম্প্রদায়ের মানুষ সীমান্তের দু’ধারে ১৫ কিলোমিটার

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর –  মণিপুরে অনুপ্রবেশ রুখতে মায়ানমার সীমান্ত পারাপার সম্পূর্ণভাবে বন্ধের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিংহ। কেন্দ্রকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। মোদি সরকারের ‘লুক ইস্ট’  নীতির অঙ্গ হিসাবে ২০১৮ সাল থেকে  একটি পারস্পরিক সমঝোতায়  আসে ভারত এবং মায়ানমার। এই সমঝোতা মেনে  দুই দেশের জনজাতি সম্প্রদায়ের মানুষ সীমান্তের দু’ধারে ১৫ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে পারবেন। মণিপুরের পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রের কাছে যাতায়াতের এই ছাড়পত্র বন্ধের আর্জি জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।  বিজেপি পরিচালিত মণিপুর সরকার।

গোষ্ঠী দ্বন্দ্ব ও হিংসায় গত চার মাস ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরের। গোষ্ঠী হিংসা বন্ধ করতে নানা পদক্ষেপ করা হলেও অশান্তই থেকে গেছে উত্তর-পূর্বের এই রাজ্য। ।  এই রাজ্যে হিংসার নেপথ্যে মায়ানমার সীমান্ত দিয়ে ঢোকা অনুপ্রবেশকারীদের হাত রয়েছে, এই তথ্য আগেও কেন্দ্রকে জানিয়েছে মণিপুর সরকার। এই অনুপ্রবেশকারীদের উস্কানিতেই রাজ্যের পাহাড়ি অঞ্চলে কুকি জনজাতি অধ্যুষিত গ্রামগুলিতে মাদক চাষের বাড়বৃদ্ধি,  এমন মনে করে থাকেন মণিপুরবাসীর একাংশ। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই গোষ্ঠীর অভিযোগ, গোষ্ঠীসম্পর্ক থাকার কারণে কুকি জঙ্গিদের একাংশ মায়ানমারে গিয়ে আশ্রয় নিচ্ছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিংহের সীমান্ত পারাপারে কড়া হওয়ার এই আর্জি যুক্তিপূর্ণ বলে মনে করছেন অনেকেই । 

মণিপুরের মুখ্যমন্ত্রী জানান, সরকার অনুপ্রবেশকারীদের রুখতে অভিযান চালিয়ে যাবে। তিনি ভারত-মায়ানমার সীমান্তে সম্পূর্ণ কাঁটাতারের বেড়া দেওয়ার কথা বলেন। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রক মনিপুরে আন্তর্জাতিক সীমানার ৬০ কিলোমিটার পর্যন্ত বেড়া দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন।  মণিপুর ছাড়াও নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশের মোট ১,৬৪৩ কিলোমিটার এলাকায় মায়নমারের সঙ্গে স্থলসীমানা রয়েছে ভারতের। মুখ্যমন্ত্রীর আরও বলেন, নিরাপত্তা বাহিনী সঠিকভাবে সীমান্ত প্রহরার কাজ করে না. জিরো পয়েন্টে মোতায়েন না থেকে তারা ভারতীয় ভূখণ্ডের ভিতরে পাহারা দেয়।  

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিংহ দাবি করেন, গত দুই মাসে মণিপুরের পরিস্থিতির উন্নতি হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করায় গুলিবৃষ্টির ঘটনাও কমেছে। তবে তিনি জানান, মণিপুরে পুলিশ পরিচয় দিয়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। অপহরণ, তোলাবাজির মতো অপরাধও ঘটছে। এই সমস্যা উৎখাত করে এখন মণিপুরের লক্ষ্য হওয়া উচিত।