জেলেই ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

Written by SNS April 27, 2024 6:11 pm

রায়পুর, ২৭ এপ্রিল– ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আপাতত জেলেই৷ শনিবার রাঁচির বিশেষ পিএমএলএ আদালত জমি কেলেঙ্কারি মামলায় সোরেনকে অন্তর্বর্তী জামিন দিতে অস্বীকার করে৷ উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী আদালতে ১৩ দিনের অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন৷ তাঁর জেঠার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন৷ কিন্ত্ত, আদালত সেই আর্জি খারিজ করে দেয়৷
প্রসঙ্গত, জমি কেলেঙ্কারি মামলায় হেমন্ত সোরেনকে ইডি গ্রেফতার করেছিল৷ বর্তমানে তিনি হোটয়ার জেলে রয়েছেন৷ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের বড় ভাই রাজারাম সোরেন এদিন সকালেই মারা যান৷ তাঁরই শেষকৃত্যে যাওয়ার জন্য জামিনের আবেদন করেন হেমন্ত৷
অন্যদিকে, জেএমএম বৃহস্পতিবার হেমন্ত পত্নী কল্পনা সোরেনকে গান্ডে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছে৷ আগামী ২০ মে লোকসভা নির্বাচনের সঙ্গেই এই কেন্দ্রের উপনির্বাচন হবে৷ জেএমএমের বিধায়ক সরফরাজ আহমেদ ইস্তফা দেওয়ায় আসনটি শূন্য হয়৷