মুসলিম ইসু্যতে বিপাকে কংগ্রেস, ইস্তফা কংগ্রেস নেতার

Written by SNS April 27, 2024 6:13 pm

মহারাষ্ট্রে ৪৮ আসনের একটিতেও ইন্ডিয়া জোটের মুসলিম প্রার্থী নেই
মুম্বই, ২৭ এপ্রিল– বরাবরই জাতি বিদ্বেষে দোষি বিজেপি৷ সেই ধারা বজায় রেখেই ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি এখনও পর্যন্ত কোনও মুসলিমকে প্রার্থী করেনি৷ তবে আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ শীর্ষ বিজেপি নেতারা যেভাবে মুসলিমদের নিশানা করে প্রচারে নেমেছিলেন তাতে এর পূর্বাভাষ আগেই পাওয়া গিয়েছিল৷ বিদায়ী লোকসভায় বিজেপির একজনও মুসলিম সাংসদ নেই৷
তবে এবার মুসলিম ইসু্যতে বিপাকে এবার বিরোধী শিবির কংগ্রেসও৷ মহারাষ্ট্রে  দলের প্রচার কমিটির অন্যতম নেতা মহম্মদ আরিফ নাসিম শনিবার দলত্যাগের কথা ঘোষণা করেছেন৷ দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে তিনি বলেছেন, রাজ্যের ৪৮টি আসনের একটিতেও মহা বিকাশ আগারি কোনও মুসলিমকে প্রার্থী করেনি৷ কংগ্রেসও একই পথে হেঁটেছে৷ সেই কারণেই দলত্যাগের সিদ্ধান্ত৷
মহম্মদ আরিফ নাসিম মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী৷ খাড়্গেকে চিঠিতে তিনি লিখেছেন, আমার পরিচিতরা প্রশ্ন তুলছেন, কংগ্রেসের মুসলিদের ভোট চায়, অথচ তাদের প্রার্থী করে না কেন৷ এই ধরনের সমালোচনার মুখে আমি সম্প্রদায়ের কাছে মুখ দেখাতে পারছি না৷ সেই কারণেই দল থেকে ইস্তফা দেওয়া ছাড়া উপায় ছিল না৷
জানা গিয়েছে, ওই কংগ্রেস নেতা মুম্বই উত্তর মধ্য আসন থেকে প্রার্থী হতে চেয়েছিলেন৷ কিন্ত্ত দল বর্ষা গায়কোয়াডকে টিকিট দিয়েছে৷ ওই কংগ্রেস নেতার বক্তব্য, একজন মুসলিমকেও প্রার্থী না করে কংগ্রেস নিজের অতীতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে৷
মহারাষ্ট্রে কংগ্রেস, এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনাকে নিয়ে গঠিত মহা বিকাশ আগারি বা জোটই হল ইন্ডিয়া জোটের অংশ৷ যে সব রাজ্যে ইন্ডিয়া জোটের মধ্যে ভাল বোঝাপড়া হয়েছে মহারাষ্ট্র তার অন্যতম৷ ওই রাজ্যে ২১টি আসনে লড়াই করছে উদ্ধবের দল৷ ১৭টিতে শরদ পাওয়ারের এনসিপি৷ কংগ্রেস লড়ছে দশটিতে৷ দলের এক রাজ্য নেতার বক্তব্য, গত বছরের তুলনায় অর্ধেকেরও কম আসনে লড়াই করছে কংগ্রেস৷ ফলে মুসলিম প্রার্থী দেওয়া সম্ভব হয়নি৷ এনসিপি-র সে সুযোগ ছিল৷ কিন্ত্ত শরদ পাওয়ারের দলও এবার গতবারের থেকে কম আসনে লড়াই করছে৷ অন্যদিকে, বিজেপির শিবসেনাও মুসলিমদের প্রার্থী করে না৷