• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

সমুদ্র ২৪ ঘন্টা পর ফিরিয়ে দিল ডুবন্ত কিশোরকে 

সুরাত, ২ অক্টোবর–  দেখতে গিয়েছিল গণেশ পুজোর বিসর্জন। জোয়ারের ঢেউয়ে ভেসে গিয়েছিল উত্তাল সমুদ্রে। অনেক খুঁজেও সন্ধান না পাওয়ায় বাঁচার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। কিন্তু নিখোঁজের ২৪ ঘন্টা পর মৃত্যুর মুখ থেকে ফিরে এল কিশোর।  সমুদ্রে তলিয়ে গিয়ে ফিরে আসার এমন অভাবিত ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতে। সেখানেই লক্ষ্ণণ দেবীপুজক নামে এক কিশোর মৃত্যুর মুখ থেকে

সুরাত, ২ অক্টোবর–  দেখতে গিয়েছিল গণেশ পুজোর বিসর্জন। জোয়ারের ঢেউয়ে ভেসে গিয়েছিল উত্তাল সমুদ্রে। অনেক খুঁজেও সন্ধান না পাওয়ায় বাঁচার আশা ছেড়ে দিয়েছিল পরিবার। কিন্তু নিখোঁজের ২৪ ঘন্টা পর মৃত্যুর মুখ থেকে ফিরে এল কিশোর। 

সমুদ্রে তলিয়ে গিয়ে ফিরে আসার এমন অভাবিত ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতে। সেখানেই লক্ষ্ণণ দেবীপুজক নামে এক কিশোর মৃত্যুর মুখ থেকে জীবন ফিরে পেয়েছে । বিসর্জন দেখতে এসে শুক্রবার বিকেলে জোয়ারের জলে ভেসে গিয়েছিল ১৩ বছর বয়সি ওই কিশোর। প্রায় একদিন পরে শনিবার বিকেলে জীবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। আরব সাগরের সৈকত থেকে প্রায় ১৮ নটিকাল মাইল দূরে ওই শিশুকে উদ্ধার করেছেন মৎস্যজীবীরা। 

মাঝ সমুদ্রে কিশোরকে ভেসে থাকতে দেখেন রাসিক ট্যান্ডেল নামে  এক মৎস্যজীবী। পুলিশ জানিয়েছে, গণেশ ঠাকুরের সঙ্গে থাকা একটা বিরাট প্লাইউডের পাটাতনের উপর ঠায় বসেছিল সে। যাতে ডুবে না যায় সেজন্যই ভেসে থাকার চেষ্টা করছিল সে। দূর থেকে মৎসজীবীরা দেখতে পেয়ে এগিয়ে যায়। কাছে এসে দেখতেই চমকে যান তাঁরা। কিশোরকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন তাঁরা।