আগ্নেয়াস্ত্র সরবরাহে যুক্ত দুষ্কৃতী ধৃত কলকাতায় , বড় সাফল্য এসটিএফের

Written by SNS November 8, 2022 3:59 pm

কলকাতায় ,৮ নভেম্বর —বেশ কিছুদিন ধরেই রাজ্য পুলিশের এসটিএফ দল তল্লাশি চালাচ্ছিল এই ব্যাক্তিকে পাকড়াও করার জন্য।পুলিশ সূত্রে খবর ,তপন নামক  এই ব্যাক্তি বেশ কিছুদিন ধরে অস্ত্র পাচারের চেষ্টা করছিলো।পুলিশ নজর রাখছিলো বিভিন্ন স্টেশন ,শপিং মল ,বিভিন্ন জায়গায় ।এবার খাস কলকাতায় চলন্ত ট্রেন থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ।পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম তপন সাহা। বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকায়। খবর ছিল এই ব্যক্তি বিভিন্ন দুষ্কৃতীদের অস্ত্র সরবরাহ করে। তার নেটওয়ার্ক হাবড়া, অশোকনগর, বনগাঁ, বাদুড়িয়া ও বসিরহাট এলাকার বেশ বড় অংশের দুষ্কৃতীদের কাছে অস্ত্র পাঠাত তপন।রাজ্য পুলিশের এসটিএফের  বড় সাফল্য।ধৃতের কাছ থেকে উদ্ধার বিপুল অস্ত্র। উদ্ধার হয়েছে, ২টি সেভেন এমএম পিস্তল ও দুটি ৯ এমএম পিস্তলের যন্ত্রাংশ। এসটিএফের দাবি, অস্ত্র পাচারে চেষ্টা করছিল এই দুষ্কৃতী।

তপনকে বেশ কয়েকদিন ধরে খুঁজছিল পুলিশ।সে মুঙ্গেরে গিয়ে আত্মগোপন করেছিল। ফোন লোকেশন ট্র্যাক করে দেখা যায় তপন রয়েছে মুঙ্গেরে।মুঙ্গের থেকে ফিরতেই পুলিশ গ্রেফতার করে তাকে। দমদম ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আজ শিয়ালদহ কোর্টে তোলা হবে তপনকে