• facebook
  • twitter
Friday, 13 December, 2024

ভারত-পাকিস্তান ম্যাচের আগেই আইসিসির বড় ঘোষণা!

ভারত:- আগামীকাল ভারত-পাকিস্তান ম্যাচে শুভমান গিল খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গতকাল অনুশীলন করেছেন ভারতীয় ওপেনার। ডেঙ্গি আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি শুভমান। এরই মধ্যে বড় ঘোষণা আইসিসির। সূত্রের খবর, আইসিসির তরফে প্রতি মাসেই সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়ে থাকে। সেপ্টেম্বর মাসের জন্য আইসিসির প্লেয়ার অব

ভারত:- আগামীকাল ভারত-পাকিস্তান ম্যাচে শুভমান গিল খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গতকাল অনুশীলন করেছেন ভারতীয় ওপেনার। ডেঙ্গি আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি শুভমান। এরই মধ্যে বড় ঘোষণা আইসিসির। সূত্রের খবর, আইসিসির তরফে প্রতি মাসেই সেরা পুরুষ ও মহিলা ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়ে থাকে। সেপ্টেম্বর মাসের জন্য আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার পেলেন শুভমান। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি একই বছর দু-বার এই পুরস্কারটি জিতলেন। যা নিঃসন্দেহে বুঝিয়ে দিচ্ছে বিশ্ব ক্রিকেটে কতটা দাপট রয়েছে গিলের। জানা গিয়েছে, শুভমান গিলের সঙ্গে সেপ্টেম্বর মাসে এই পুরস্কার পাওয়ার দৌড়ে ছিলেন মহম্মদ সিরাজ ও ডেভিড মালান। শেষ হাসি হাসলেন ভারতীয় ক্রিকেটার গিল। অজিদের বিরুদ্ধে দেশের মাটিতে ওডিআই সিরিজের শেষ ম্যাচে গিলকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তারপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে গেলেও জ্বরে ভুগতে থাকেন। চেন্নাইয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে গিয়ে ডেঙ্গি ধরা পড়েছিল। এর আগে, গত জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার শুভমান পেয়েছিলেন আইসিসির থেকে। সেবার ওডিআই ক্রিকেটে দ্বিশতরানও হাঁকিয়েছিলেন গিল। শুভমান গিল এই বছরে একমাত্র ক্রিকেটার যিনি ওডিআইয়ে ১ হাজারের উপর রান করেছেন। পাঁচটি শতরান-সহ তিনি ১২৩০ রান করেছেন। মহিলা বিভাগে প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার পেয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। সূত্রের খবর, শুভমান জানিয়েছেন আইসিসির এই পুরস্কার দেশের হয়ে আগামী ম্যাচগুলিতে তাঁকে অনুপ্রাণিত করবে। তিনি আরও বলেন, এই পুরস্কার পেয়ে ভালো লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভালো লাগছে। আগামী দিনে ধারাবাহিকতা বজায় রেখে দেশকে গর্বিত করতে চাই। এশিয়া কাপ ও অস্ট্রেলিয়া সিরিজে সাধ্যমতো অবদান রাখতে পেরেছি। সতীর্থ, পরিবার ও কোচদের প্রতি কৃতজ্ঞতাও জানান গিল। শুভমান গতকাল আমেদাবাগে ঘণ্টাখানেক নেট প্র্যাকটিস করেছেন। যুবরাজ সিং তার আগে তাঁকে মোটিভেট করেন। জানা গিয়েছে, যুবরাজ বলেন, তিনিও ডেঙ্গি এবং ক্যান্সার নিয়ে দেশের হয়ে খেলেছেন। সে কথা মনে করিয়ে শুভমানকে দ্রুত চাঙ্গা হয়ে পাকিস্তান ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দেন যুবরাজ সিং।