পাটনা,২ জুন– মঞ্চে গায়িকার গানে অনুষ্ঠান জমে উঠেছে। সবাই গানের তালে ব্যস্ত ঠিক সেই সময় ভরা অনুষ্ঠানে গুলির আওয়াজ। আর তাতে আহত হলেন স্বয়ং গায়িকা! ঘটনাটি ঘটেছে বিহারের যজ্ঞোপবীত অঞ্চলে।
বুধবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা নিশা উপাধ্যায়। সেখানেই নিয়মমতো জনপ্রিয় গান গাইছিলেন একের পর এক। আচমকাই দর্শকদের মধ্যে থেকেই শুরু হয় গুলি চালানো। সেই গুলি সোজা এসে লাগে মঞ্চে উপস্থিত নিশার গায়ে। মঞ্চেই আহত অবস্থায় লুটিয়ে পড়েন নিশা।
Advertisement
বিহারের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে নিশাকে। জানা গেছে, এই মুহূর্তে আগের চেয়ে কিছুটা স্থিতিশীল গায়িকা।
Advertisement
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা আচমকা গুলি চালানো শুরু করল তা খোঁজ করা হচ্ছে। পাশাপাশি, গায়িকা নিশাকে খুনের উদ্দেশে কেউ পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে কিনা তাও খোঁজ চলছে প্রশাসনের পক্ষ থেকে।
Advertisement



