শ্রীনগর ,৩০ জানুয়ারী —‘ভারত জোড়ো যাত্রা’র সমাপ্তি অনুষ্ঠান ঘিরে সোমবার কড়া নিরাপত্তা শ্রীনগরে . আজ কাশ্মীরে শেষ হচ্ছে ভারত জোড়ো যাত্রা। যাত্রা শুরু হয়েছিল কন্যাকুমারী থেকে। ১৩৫ দিনের ‘ভারত জোড়ো যাত্রা’র সমাপ্তির দিন সকাল থেকেই শ্রীনগর জুড়ে তুষারপাত হচ্ছে। বরফ নিয়ে লোফালুফি করেছেন রাহুল এবং প্রিয়ঙ্কা।
সোমবার শ্রীনগরে কংগ্রেসের সদর দফতরে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাহুলের নেতৃত্বে পদযাত্রা পৌঁছবে শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে। এদিকে শ্রীনগরে তুষারপাতের জেরে শ্রীনগরগামী সব বিমান দেরিতে উড়ছে। ভিস্তারা বিমান সংস্থা তাদের ২টি বিমান বাতিলও করেছে।
Advertisement
Advertisement



