চন্ডিগড়, ২০ সেপ্টেম্বর– পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা ভগবত মান যে মদে আসক্ত তা সর্বভারতীয় রাজনীতিতে সুবিদিত। কিন্তু তাই বলে এমন মদ্যপ অবস্থায় বিমানে ওঠেন যে বাধ্য বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ঘটনাটি জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের। রাজ্যের বিরোধী দলনেতা সুখবীর সিং বাদল এবার অভিযোগ করেছেন, ভগবন্ত মান এতই মদ্যপ ছিলেন যে ফ্রাঙ্কফুর্টে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে । তাঁর জন্য বিমান ছাড়তে দেরিও হয়েছে। আর তাতে মুখ পুড়েছে গোটা পাঞ্জাবের। এ ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে পাঞ্জাবের রাজনীতিতে।
শিরোমনি আকালি দল নেতা সুখবীর বাদল অভিযোগ করেছেন, জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে রবিবার যখন পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তখন চূড়ান্ত মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। সহযাত্রীরা জানিয়েছেন, তাঁর পা টলছিল। তা ছাড়া অশান্তিও করছিলেন। সেই কারণে লুফথানসা কর্তৃপক্ষ তাঁকে বিমান থেকে নামিয়ে দিতে বাধ্য় হয়।
Advertisement
সুখবীরের দাবি, মুখ্যমন্ত্রীর জিনিসপত্র যেহেতু আগেই বিমানে তোলা হয়েছিল, তাই সে সব নামাতে অনেক সময় লেগে যায়। এর জেরে বিমান ছাড়তে ৪ ঘণ্টা দেরি হয়েছে।
Advertisement
Advertisement



