• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ব্যাঙ্ক এবং অর্থনৈতিক বিপর্যয় এনে দিল তিনজনের ঝুলিতে অর্থনীতির নোবেল

অর্থনীতিতে নোবেল পেলেন বেন এস বার্নানকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ। আজ, সোমবার সুইৎজারল্যান্ডের স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। ব্যাঙ্ক এবং অর্থনৈতিক বিপর্যয় নিয়ে গবেষণা করার জন্য এই সম্মান পেলেন তাঁরা। বেন এস বার্নানকে ওয়াশিংটনের ব্রুকলিংস ইনস্টিটিউশনের সদস্য। ডগলাস ডব্লিউ ডায়মন্ড ইউনিভার্সিটি অফ শিকাগোর অধ্যাপক এবং ফিলিপ এইচ ডিবভিগ

অর্থনীতিতে নোবেল পেলেন বেন এস বার্নানকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ। আজ, সোমবার সুইৎজারল্যান্ডের স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। ব্যাঙ্ক এবং অর্থনৈতিক বিপর্যয় নিয়ে গবেষণা করার জন্য এই সম্মান পেলেন তাঁরা।

বেন এস বার্নানকে ওয়াশিংটনের ব্রুকলিংস ইনস্টিটিউশনের সদস্য। ডগলাস ডব্লিউ ডায়মন্ড ইউনিভার্সিটি অফ শিকাগোর অধ্যাপক এবং ফিলিপ এইচ ডিবভিগ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক। বিশ্ব অর্থনীতিতে ব্যাঙ্কগুলির ভূমিকা এবং অর্থনৈতিক বিপর্যয় নিয়ে তাঁদের গবেষণা এই সর্বোচ্চ সম্মানের দাবিদার করে তুলেছে তাঁদের।

Advertisement

১৯০১ সাল থেকে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান। তবে সে সময়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হতো। এই তালিকায় অর্থনীতি যুক্ত হয় ১৯৬৮ সালে।

Advertisement

জানা যায়, ১৯৬৮ সালে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক সেভেরিজেস রিক্সব্যাংক, তাদের ৩০০ বছর পূর্তি উপলক্ষে নোবেল ফাউন্ডেশনকে এক বিপুল পরিমাণ অর্থ দান করে। ওই অর্থ দিয়েই অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় নোবেল কমিটি।

Advertisement