• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দীপাবলীতে ২১ লাখ প্রদীপে আলোকিত হবে অযোধ্যা।

উত্তরপ্রদেশ:- দীপাবলীতে মেতে উঠবে সারা দেশ। আর এই উৎসব এবারও বিশেষ ভাবে পালিত হতে চলেছে অযোধ্যায়। গত ২০১৭ সাল থেকেই অযোধ্যায় একেবারে ধূমধাম করে পালিত হয় দিপাবলী। তবে আরও বিশেষ ভাবে সে রাজ্যে গুরুত্বপূর্ণ হতে চলেছে। জানুয়ারিতেই রামলালা প্রতিষ্ঠিত হতে চলেছে নির্মিত রামমন্দিরে। আর এই বিষয়টিকে মায়থায় রেখেই দীপাবলির জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে যোগী সরকার।

উত্তরপ্রদেশ:- দীপাবলীতে মেতে উঠবে সারা দেশ। আর এই উৎসব এবারও বিশেষ ভাবে পালিত হতে চলেছে অযোধ্যায়। গত ২০১৭ সাল থেকেই অযোধ্যায় একেবারে ধূমধাম করে পালিত হয় দিপাবলী। তবে আরও বিশেষ ভাবে সে রাজ্যে গুরুত্বপূর্ণ হতে চলেছে। জানুয়ারিতেই রামলালা প্রতিষ্ঠিত হতে চলেছে নির্মিত রামমন্দিরে। আর এই বিষয়টিকে মায়থায় রেখেই দীপাবলির জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে যোগী সরকার। সূত্রের খবর, জানা যাচ্ছে, ২১ লাখ প্রদীপে আলোকিত হবে অযোধ্যা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উচ্চপর্যায়ের একটি বৈঠক করেছেন। বিশেষ করে সামনেই দীপাবলী, হনুমান জয়ন্তী, ছট পূজা সহ একাধিক উৎসব রয়েছে। আর তা কীভাবে সুষ্ঠ এবং সুন্দর ভাবে করা যায় সে বিষয়েই বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে সুরক্ষা সহ সমস্ত বিষয়কে মাথায় রেখে পুলিশকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি বাড়তি নিরাপত্তাকর্মী মোতায়েনের নির্দেশও আধিকারিকদের দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানান, ৪টি দেশ ও ২৪টি রাজ্যের রামলীলা মঞ্চস্থ হবে। আর এই অনুষ্ঠানের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে। অযোধ্যার প্রত্যেকটি মানুষ যাতে বিশেষ এই সমারোহের সাক্ষী থাকতে পারে সেজন্যে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন যোগী সরকার। একই সঙ্গে মানুষ যাতে সরাসরি এই অনুষ্ঠান চাক্ষুষ করতে পারে সেজন্যে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

Advertisement

Advertisement