• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সিজিও কমপ্লেক্সে অয়ন শীলের স্ত্রী কাকলি

কলকাতা , ২১ এপ্রিল –  শুক্রবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয় অয়ন শীলের স্ত্রী কাকলি শীলকে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে  ইডি দফতরে পৌঁছন  ধৃত অয়ন শীলের স্ত্রী কাকলি। ইডি সূত্রের খবর, অয়নের বাড়ি এবং অফিসে তল্লাশির পর কাকলির নামে যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি পাওয়া গেছে ।  কাকলির নামে আলাদা অ্যাকাউন্টও রয়েছে। এসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে

কলকাতা , ২১ এপ্রিল –  শুক্রবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয় অয়ন শীলের স্ত্রী কাকলি শীলকে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে  ইডি দফতরে পৌঁছন  ধৃত অয়ন শীলের স্ত্রী কাকলি। ইডি সূত্রের খবর, অয়নের বাড়ি এবং অফিসে তল্লাশির পর কাকলির নামে যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি পাওয়া গেছে ।  কাকলির নামে আলাদা অ্যাকাউন্টও রয়েছে। এসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। শুক্রবার অয়নের ছেলে অভিষেক এবং অয়নের সংস্থার দুই কর্মচারীকেও তলব করা হয়।

এর আগেও কয়েকবার সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে কাকলিকে দেখা গেছে। অয়নের একটি সংস্থার কাকলি ছিলেন অন্যতম অধিকর্তা।
ইডি সূত্রে খবর, অভিষেক এবং তাঁর বান্ধবীর নামে হুগলিতে একটি পেট্রল পাম্প রয়েছে। দুর্নীতির কালো টাকা সাদা করতে সেই ব্যবসায় লাগানো   হয়  কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নিয়োগ দুর্নীতিতে অয়নের দুই কর্মচারী যুক্ত ছিলেন কিনা তাও তদন্তের বিষয়।
 ইডি সূত্রে দাবি, অয়নের কাছ থেকে যে সমস্ত ওএমআর শিটের প্রতিলিপি মিলেছে, সেগুলি পুরসভায় নিয়োগ সংক্রান্ত পরীক্ষার। অয়নের বাড়িতে ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি পাওয়া যায় । কাকলির পাশাপাশি অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীর নামেও অ্যাকাউন্টের নথি পাওয়া যায়। সব মিলিয়ে অয়নের পরিবারের সবাই এখন ইডির আতসকাঁচের তলায়।

Advertisement

Advertisement