কলকাতা, ৬ নভেম্বর– সাত সকালে যাত্রী ভরা ট্রেনে এক যাত্রীকে এলোপাথাড়ি কোপ মারল দুষ্কৃতীরা। শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা স্টেশনে ঘটেছে এই ঘটনা। ওই যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিকভাবে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা নির্দেশ দেন।
ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে দেউলা স্টেশনের কাছে। আহত যাত্রীর নাম মসিয়ার জমাদার। ৩৮ বছর বয়সি ওই যুবক নেতড়ার বাসিন্দা। তিনি পুরনো জিনিসপত্র কেনাবেচা করেন বলে জানা গেছে। সূত্রের খবর, রবিবার ভোর ৫টা ৪০ মিনিটে নেতড়া স্টেশন থেকে আপ শিয়ালদহ লোকাল (Up Sealdah Local) ট্রেনে চেপে গড়িয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন মসিয়ার। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে কামরার মধ্যেই ওই যুবকের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে তারা।
Advertisement
Advertisement
Advertisement



