বছরের শুরুতেই কর্মী ছাঁটাই ওলা সংস্থার

Written by SNS January 13, 2023 5:56 pm
মুম্বাই ,১৩ জানুয়ারী — নতুন বছরের শুরুতেই  ফের ছাঁটাইয়ের পথে হাঁটল অ্যাপনির্ভর সংস্থা ওলা। এবার একলপ্তে চাকরি গেল ২০০ জনের। ওলা ক্যাবস, ওলা ইলেকট্রিক ও ওলা ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে এই কর্মীদের ছাঁটাই করা হয়েছে। এক সংবাদমাধ্যমের সূত্রের দাবি, এই সপ্তাহের গোড়া থেকেই ছাঁটাই পর্ব শুরু হয়েছে।
কিন্তু কেন এভাবে ছাঁটাই? সংস্থার তরফে এর সাফাই দিতে বলা হচ্ছে, অপ্রয়োজনীয়তা কমিয়ে শক্তিশালী কাঠামো তৈরি করতেই এমন সিদ্ধান্ত। গত সাত মাসে সব মিলিয়ে ১ হাজারেরও বেশি কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি অধিগ্রহণ করা অ্যাভেল ফিনান্স অ্যাপটি বন্ধ করে সেটাকে ওলা মানির সঙ্গে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সংস্থা।
কেবল ছাঁটাই-ই নয়। পরিষেবা উন্নত করা নিয়েও পদক্ষেপ করছে ওলা । এদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ ক্যাব পরিষেবার একটি হল ওলা। এবার তাদের পরিকল্পনা দেশে ইভি ক্যাব পরিষেবা শুরু করা। বিষয়টি মোটামুটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও গিয়েছে। শোনা যাচ্ছে এই পরিষেবার জন্য সেরা চালকদের বাছাই করছে সংস্থাটি। তাছাড়া জিরো ক্যানসেলেশন ও ১০০ শতাংশ অনলাইন পেমেন্টও চালু করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অনেক সময়ই গন্তব্য জানার পরে গাড়ির চালকরা যাত্রাটি ক্যানসেল করে দেন। কিংবা নগদ টাকা দেওয়ার জন্য়ও চাপ দিতে থাকেন। এই ধরনের বিষয়কে পুরোপুরি বন্ধ করতে তৎপর ওলা।