• facebook
  • twitter
Tuesday, 3 December, 2024

বর্ষবরণের বন্ধুদের সাথে বনভোজনে, তারপরের দিন উদ্ধার যুবকের মৃতদেহ

মালদহ ,১ জানুয়ারী — বর্ষবরণের রাতে বন্ধুদের সাথে বনভোজনে গিয়ে খুন হয় মালদহের এক যুবক। বাড়ির পাশে আমবাগান থেকে এক যুবকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হওয়ায় উত্তেজনা ছড়াল চাঁচলে। পরিবারে দাবি, ওই যুবককে খুন করা হয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম দিলীপ দাস। বছর আঠাশের এই যুবকের লোহার ব্যবসা ছিল। বাড়ি মালদহের চাঁচল ২ নং

মালদহ ,১ জানুয়ারী — বর্ষবরণের রাতে বন্ধুদের সাথে বনভোজনে গিয়ে খুন হয় মালদহের এক যুবক। বাড়ির পাশে আমবাগান থেকে এক যুবকের অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হওয়ায় উত্তেজনা ছড়াল চাঁচলে। পরিবারে দাবি, ওই যুবককে খুন করা হয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম দিলীপ দাস। বছর আঠাশের এই যুবকের লোহার ব্যবসা ছিল। বাড়ি মালদহের চাঁচল ২ নং ব্লকের সুতি গ্রামে।বছরের শেষটা আনন্দে উপভোগ করার জন্য  শনিবার  এলাকার কয়েকজন বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের আমবাগানে পিকনিক করছিলেন বলে জানা যায়। রবিবার সকালে ঘটনাস্থলে মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় চাঁচোল থানার পুলিশকে। ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

পরিবারের অভিযোগ, রাখাল নাম এক ব্যক্তির সঙ্গে দিলীপের বন্ধুত্ব ছিল। বর্ষবরণের রাতে রাখালের সঙ্গে পিকনিক করেছিলেন তিনি। রাতে স্ত্রীকে বলে গিয়েছিলেন সকালে ফিরে আসবেন। রবিবার সকালে রাখালের স্ত্রী জানায় পিকনিকের জায়গায় দিলীপ মৃত অবস্থায় পড়ে রয়েছে। দিলীপের স্ত্রীর অভিযোগ, যারা তাঁর স্বামীকে পিকনিক করতে ডেকেছিল, তাঁরাই খুন করেছে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁরা। পুলিশ তদন্ত শুরু করেছে।