দিল্লি, ৩ এপ্রিল – গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ওইদিনই আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। সোমবার অনুব্রত মণ্ডল হুইলচেয়ারে বসে আদালতে ঢোকেন। তাঁর পরনে ছিল টি-শার্ট এবং ট্রাউজার। আদালতে ঢোকার সময় নিজেই এদিন সাংবাদিকের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুব্রত জানান, তাঁর শরীর ভাল নেই। বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। সাংবাদিকরা তাঁকে পরিবারের উদ্দেশে কিছু বলতে চান কিনা প্রশ্ন করলে তিনি বলেন, “জামিন পেলে ভাল হয়।”
Advertisement
Advertisement



