দুদিন পর উদ্ধার বন্দুকবাজ মার্কিন সেনাকর্মীর দেহ

Written by Sunita Das October 28, 2023 6:00 pm

ওয়াশিংটন, ২৮ অক্টোবর– গত বুধবার উত্তর আমেরিকার মাইনে বন্দুকবাজের হামলায় প্রাণ হারান ২২ জন৷ তার পর থেকেই অভিযুক্ত বন্দুকবাজ রবার্ট কার্ডকে ও তার সঙ্গীকে খুঁজতে শহরে ব্যাপক তল্লাশি শুরু করেছিল মার্কিন পুলিশ৷ শুক্রবার ওই এলাকারই একটি বাড়ি থেকে উদ্ধার হল অভিযুক্ত কার্ডের দেহ৷ মিলেছে সুইসাইড নোট৷
সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, শুক্রবার অভিযুক্ত বন্দুকবাজ রবার্ট কার্ডের দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ৷ তার শরীরে গুলির ক্ষত মিলেছে৷ মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোটও৷ ফলে নিজের গুলিতেই আত্মঘাতী হয়েছে কার্ড বলে অনুমান পুলিশের৷ তবে উদ্ধার হওয়া সুইসাইড নোটে সেদিনের হামলা বা গুলি চালানোর কোনও উল্লেখ নেই বলে জানা গিয়েছে৷ নোটটিতে কার্ড নিজের ছেলের কথা লিখেছিল ওই অভিযুক্ত৷ যে বাড়িতে থেকে দেহটি উদ্ধার করা হয়েছে সেখানেরই একটি গাড়ি থেকে পাওয়া গিয়েছে একটি বন্দুক৷
উল্লেখ্য, বোলিং খেলার আসরে বন্দুকবাজের হামলায় ২২ জনের মৃতু্য হয় উত্তর মাইন  প্রদেশের লিউইসন শহরে৷ হামলার পরে পালিয়ে যায় দুই বন্দুকবাজ৷ জানা যায়, রবার্টের বিশদ পরিচয়৷ আগ্নেয়াস্ত্র প্রশিক্ষক হিসাবে মার্কিন সেনার বিশেষ বিভাগের কর্মী ছিল এই রবার্ট৷ তবে চলতি বছরেই মানসিক সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ বেশ কয়েকবার বন্দুক নিয়ে হামলা চালানোর কথাও শোনা গিয়েছিল তার মুখে৷ তবে মানসিক চিকিৎসা শেষ হওয়ার পরে সদ্যই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল কার্ড৷