চেন্নাই, ১১ মার্চ– পুষ্পা সিনেমাটি সুপার-ডুপার হিট হয়েছিল। সেই সিনেমার সিক্যুয়াল তৈরী শুরু। তবে খবর কিন্তু পুষ্পা-২ শুরু নিয়ে নয়। ছবিতে আল্লু অর্জুনের অভিনয়ের জন্য রেকর্ড টাকা দাবি নিয়ে। এই সিনেমায় প্রাপ্য অর্থ নিয়ে অল্লু এবার টপকে গেলেন প্রভাসকেও । সূত্রের খবর, ‘অর্জুন রেড্ডি’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার পরবর্তী একটি ছবিতে অভিনয়ের জন্য ১২৫ কোটি টাকা নিচ্ছেন অর্জুন। সূত্রের খবর, প্রথমে ছবির প্রযোজকদের কাছে দেড়শো কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন তিনি। শেষ অবধি দু’পক্ষের দড়ি টানাটানিতে তা ১২৫ কোটিতে এসে দাঁড়িয়েছে।
২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা’। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল ছবিটি। এরপরই আটঘাট বেঁধে ‘পুষ্পা ২’-র কাজে নামেন নির্মাতারা। সম্প্রতি তার শ্যুটিংও শুরু করে দিয়েছেন অর্জুন। এরমধ্যেই শোনা গেল আরও একটি ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। যার প্রযোজক টি সিরিজের ভূষণ কুমার। সন্দীপ রেড্ডি ভঙ্গার এই ছবিতেই বিশাল দর হাঁকিয়েছেন আল্লু অর্জুন। এখনও অবধি তেলেগু অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন প্রভাস। ‘রাধেশ্যাম’ ছবিতে অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা নিয়েছিলেন তিনি। এবার সেটাই ছাপিয়ে যেতে চলেছেন আল্লু অর্জুন।
Advertisement
Advertisement
Advertisement



