পুরসভায় অন্তত ৫০০০ চাকরি বিক্রির অভিযোগ  

Written by SNS March 22, 2023 4:19 pm

কলকাতা,২২ মার্চ —  ইডির তরফে শান্তনু ঘনিষ্ঠ অয়নকে জেরা করে বেরিয়ে আসছে একের পর্ব এক চাঞ্চল্যকর তথ্য।জানা যায় ,কলেজ স্ট্রিটে প্রিন্টিং সংস্থায় তৈরী করা হতো ওএমআর সিট ,প্রশ্ন পত্র তৈরী করা থেকে পরীক্ষায় পাশ করানো সব দায়িত্বে ছিলেন অয়ন শীল।২০১২ এবং ২০১৪-র TET-এ বহু অযোগ্য প্রার্থীকে পাস করিয়ে দিয়ে, প্রায় ১০০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। মঙ্গলবার আদালতে রিমান্ড লেটারে এই দাবি করল ইডি ।

একের পর এক গ্রেফতারি। আর তারই সঙ্গে জটিল সম্পর্কের উদঘাটন ! কার সঙ্গে সঙ্গে কে জড়িয়ে তা বুঝে ওঠা দায় ! পার্থ-কুন্তল-শান্তনু-মানিক-অয়ন… নিয়োগ দুর্নীতিতে সব যেন মিলে মিশে এক।

২০১৪-র পর এবার ED-র স্ক্যানারে ২০১২-র TET-ও। মঙ্গলবার মানিক ভট্টাচার্য ও তাঁর স্ত্রী ও ছেলেকে আদালতে পেশ করে রিমান্ড লেটারে ED-র তরফে দাবি করা হয়েছে, ধৃত কুন্তল ঘোষের বয়ান থেকে জানা গেছে যে, ২০১২ এবং ২০১৪-র TET-এ বহু অযোগ্য প্রার্থীকে পাস করিয়ে দিয়ে, তাঁদের থেকে প্রায় ১০০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল।