রাজ্যে সমস্ত হাট বাজারের জমি সরকারের রেকর্ডে আনতে হবে, নির্দেশ নবান্নের 

Written by SNS August 25, 2023 9:50 pm

কলকাতা, ২৫ অগাস্ট –  রাজ্যে সমস্ত হাট বাজারের জমি সরকারের রেকর্ডে আনতে হবে। ভূমি সংস্কার দফতর জমিদারি অধিগ্রহণ আইনকে প্রয়োগ করে হাট ও বাজারের ব্যক্তি মালিকানাধীন জমিকে সরকারের নামে করার কথা। তা অনেক জায়গাতেই হয়নি। এ ব্যাপারে নবান্ন তথা ভূমি ও ভূমি সংস্কার দফতর সব জেলাকে স্পষ্ট নির্দেশিকা পাঠিয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে রয়েছে। সূত্রের খবর, জেলা ও শহরতলি ল্যান্ড রেকর্ড নিয়ে মমতা  ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রী মনে করছেন, বহু জায়গায় সরকারি জমি দখল হয়ে গেছে, সেগুলো উদ্ধারে গা নেই প্রশাসনের। আবার যেগুলো সরকারের রেকর্ডে আনার কথা ছিল, তাও হয়নি ।

কদিন আগে হাওড়ার মঙ্গলা হাটে আগুন লেগেছিল। তারপর বাজারের কাজে হাত দিয়ে সরকার জানতে পারে, মঙ্গলা হাটে জমির মালিকানা সরকারের রেকর্ডে নেই।  সেই জমি সরকারের রেকর্ডে আনা হয়নি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজ্যে সমস্ত হাট বাজারের জমি সরকারের রেকর্ডে আনতে হবে।  কারণ সরকার রাজ্যে বেশ কিছু হাট বাজার এলাকার সংস্কার করে সেখানে পাকাপোক্ত বন্দোবস্ত করে দিতে চাইছে। তা স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতও করতে পারে। কিন্তু ব্যক্তি মালিকানায় থাকা জমিতে সরকার বিনিয়োগ করতে পারে না। সেই জমি সরকারের রেকর্ডে থাকতে হবে। জমি সরকারের রেকর্ডে থাকলে সেই হাট বাজারে নতুন নির্মাণ বা সংস্কারের কাজ পূর্ত দফতর বা পুর দফতর করতে পারে।