• facebook
  • twitter
Friday, 6 December, 2024

২৪ লক্ষ প্রদীপ জ্বালিয়ে অযোধ্যায় রাজকীয় দীপাবলি

দিল্লি, ১১ নভেম্বর– নিজের রেকর্ডই ছাপিয়ে গেল অযোধ্যা৷ এ বছর দীপাবলির জাঁকজমকে অযোধ্যা আগের সব নজিরকে ছাপিয়ে যাবে৷ রামমন্দির উদ্বোধন আসন্ন৷ তাই এই দীপাবলি বিশেষ গুরুত্বপূর্ণ৷ এর আগে পৃথিবীর আর কোথাও একসঙ্গে এক স্থানে এত প্রদীপ জ্বালানো হয়নি৷ অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আবহে রাজকীয় দীপোৎসব পালন করল উত্তরপ্রদেশ সরকার৷ শনিবার দীপাবলি৷ শনিবার রাতে সরযূ নদীর তীরে

দিল্লি, ১১ নভেম্বর– নিজের রেকর্ডই ছাপিয়ে গেল অযোধ্যা৷ এ বছর দীপাবলির জাঁকজমকে অযোধ্যা আগের সব নজিরকে ছাপিয়ে যাবে৷ রামমন্দির উদ্বোধন আসন্ন৷ তাই এই দীপাবলি বিশেষ গুরুত্বপূর্ণ৷ এর আগে পৃথিবীর আর কোথাও একসঙ্গে এক স্থানে এত প্রদীপ জ্বালানো হয়নি৷
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আবহে রাজকীয় দীপোৎসব পালন করল উত্তরপ্রদেশ সরকার৷ শনিবার দীপাবলি৷ শনিবার রাতে সরযূ নদীর তীরে জ্বলে উঠল ২৪ লক্ষ মাটির প্রদীপ৷ যা নজির গড়তে চলেছে গোটা বিশ্বে৷ গত বছর দীপাবলির আগে ১৬ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল অযোধ্যায়৷ তবে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, দীপাবলি উপলক্ষে অযোধ্যা নগরীকে সাজিয়ে তোলা হয়েছে আলো দিয়ে৷ ‘লেজার লাইট’ থেকে শুরু করে ছোট-বড় বিভিন্ন বাল্ব, অযোধ্যার আলোকসজ্জা নজর কাড়তে বাধ্য৷ শনিবার, দীপাবলির আগের রাতে শহরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ ১৪ বছরের বনবাস শেষে রাম, সীতা এবং লক্ষ্মণের অযোধ্যায় ফিরে আসার ঘটনার পুনর্নিমাণ করা হবে সেই অনুষ্ঠানে৷ উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷
শহরে শনিবার একটি ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’-এরও আয়োজন করা হয়৷ যাতে খরচ হয়েছে ২০ কোটি টাকা৷ উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি, ওই অনুষ্ঠান দর্শকদের তাক লাগিয়ে দেবে৷ চোখ ফেরাতে পারবেন না কেউ৷ সরকারের তরফে একটি শোভাযাত্রার আয়োজনও করা হয়েছে৷ রামায়ণের বিভিন্ন কাণ্ডের বর্ণনা করে ১৬টি গাডি় থাকবে সেই শোভাযাত্রায়৷
উত্তরপ্রদেশের সাধারণ মানুষকেও এই রাজকীয় উৎসবে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে সরকার৷ দীপোৎসবে যে ২৪ লক্ষ প্রদীপ সরযূ তীরে জ্বালানো হবে, তা কিনে দিতে পারবেন বাসিন্দারা৷ একটি প্রদীপের দাম ৫১ টাকা ধার্য করা হয়েছে৷ একসঙ্গে ৫১টি প্রদীপ কিনলে দাম পড়বে ১,১০০ টাকা৷ প্রদীপের দাম দিয়ে সরকারের উৎসবে শামিল হতে পারবেন সাধারণ মানুষও৷