• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টিজারেই বাজিমাত, ‘ভোলা’ কে নিয়ে আকাশচুম্বি আশা অজয় দেবগণের

মুম্বাই,৪ মার্চ — সম্প্রতি বড়পর্দায়  মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ অভিনীত ছবি ‘ভোলা ‘।ইতিমধ্যেই ছবিটির দু’টি টিজার মুক্তি পেয়েছে। এই ছবিটি নিয়ে অজয়ের আকাশ ছোয়া আশা।এই ছবিটি অজয় দ্বারাই অভিনীত এবং পরিচালিত। আগামী ৬ মার্চ লঞ্চ হবে ‘ভোলা’র ট্রেলার।  জানা গেছে, এই প্রথম কোনও হিন্দি ছবির ট্রেলার থ্রিডি-তে মুক্তি পাবে। মুম্বইয়ে ট্রেলার মুক্তির জন্য নির্মাতাদের তরফে বড়সড় আয়োজন

মুম্বাই,৪ মার্চ — সম্প্রতি বড়পর্দায়  মুক্তি পেতে চলেছে অজয় দেবগণ অভিনীত ছবি ‘ভোলা ‘।ইতিমধ্যেই ছবিটির দু’টি টিজার মুক্তি পেয়েছে। এই ছবিটি নিয়ে অজয়ের আকাশ ছোয়া আশা।এই ছবিটি অজয় দ্বারাই অভিনীত এবং পরিচালিত। আগামী ৬ মার্চ লঞ্চ হবে ‘ভোলা’র ট্রেলার।

 জানা গেছে, এই প্রথম কোনও হিন্দি ছবির ট্রেলার থ্রিডি-তে মুক্তি পাবে। মুম্বইয়ে ট্রেলার মুক্তির জন্য নির্মাতাদের তরফে বড়সড় আয়োজন করা হচ্ছে। সুতরাং এইসব আয়োজন দেখে বোঝাই যাচ্ছে যে বইটি উচ্চপর্যায়ের একটি ছবি। ভোলা ছবিটি নিয়ে দর্শকদের মনেও উচ্ছাসার শেষ নেই।  

Advertisement

এই ছবিতে অ্যাকশন সিকোয়েন্সগুলি নিজেই করেছেন অজয়। যার জন্য তিনি প্রস্তুতিও নিয়েছেন। সম্প্রতি এই ছবি নিয়ে মুখ খুলেছেন খোদ অজয় দেবগণ। ‘ভোলা’র টিজারে অজয় বাদে অন্যান্য চরিত্রের অভিনেতাদেরও দেখা গিয়েছে। ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন টাব্বু। আগামী ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে ‘ভোলা’।

Advertisement

Advertisement