• facebook
  • twitter
Friday, 6 December, 2024

ফের শিশুমৃত্যু বি সি রায় হাসপাতালে 

কলকাতা, ১৩ মার্চ — ফের শিশুমৃত্যু বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে।গতকাল চার শিশুর মৃত্যুর খবর এসেছিল। আজ আরও দু’জনের মৃত্যুর খবর এল। উপসর্গ সেই একই। জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল দুই শিশু। আজ মঙ্গলবার তাদের মৃত্যুর খবর এসেছে। হাসপাতাল সূত্রে খবর, বারাসতের কদম্বগাছির দেড় বছরের শিশুকন্যা গত আটদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল।

কলকাতা, ১৩ মার্চ — ফের শিশুমৃত্যু বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে।গতকাল চার শিশুর মৃত্যুর খবর এসেছিল। আজ আরও দু’জনের মৃত্যুর খবর এল। উপসর্গ সেই একই। জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল দুই শিশু। আজ মঙ্গলবার তাদের মৃত্যুর খবর এসেছে।

হাসপাতাল সূত্রে খবর, বারাসতের কদম্বগাছির দেড় বছরের শিশুকন্যা গত আটদিন ধরে হাসপাতালে ভর্তি ছিল। জ্বর ও শ্বাসের সমস্যা ছিল তার। সোমবার রাতেই মৃত্যু হয় বাচ্চাটির। অন্যদিকে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার রানিগাছি এলাকার বাসিন্দা ২৬ দিনের একটি শিশুরও মৃত্যু হয়েছে হাসপাতালে। ওই বাচ্চাটিরও একই উপসর্গ দেখা গেছে। আজ মঙ্গলবার ভোরের দিকে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে।