ভারতের উদ্যোগে জি-২০-র স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন

Written by SNS September 9, 2023 5:03 pm
দিল্লি, ৯ সেপ্টেম্বর– ভারতের উদ্যোগে জি-২০ জোটের স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন। শনিবার মহা সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন ভারত মণ্ডপমে উপস্থিত ছিলেন আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানি। জি-২০ জোটে তাঁকে আমন্ত্রণ জানান মোদি। তিনি বলেন, “সকলের সম্মতিতে আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটের স্থায়ী সদস্য করা হল। ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে এই জোটে তাঁর আসন গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে।” বলে রাখা ভাল, আফ্রিকান ইউনিয়নে ৫০টিরও বেশি সদস্য দেশ রয়েছে। মনে করা হচ্ছে, বিশ্বের দরবারে অন্যান্য দেশগুলির সঙ্গে আফ্রিকাও যাতে প্রাধান্য পায় তাঁর জন্যই মোদির এই উদ্যোগ।

আজ সকাল সাড়ে ১০টা থেকে ভারত মণ্ডপমে উদ্বোধনী ভাষণ শুরু করেন মোদি। জি-২০  সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী দেন মানবকল্যাণের বার্তা। দিলেন ইউক্রেন যুদ্ধ ও খাদ্য নিরাপত্তা নিয়েও বার্তা। একই সঙ্গে মরক্কোর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মোদি।