• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এবার দেখা মিলবে আফ্রিকান সিংহের।

শিলিগুড়ি:- শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ককে দর্শকদের কাছে আরও আকর্ষণী করে তুলতে আনা হবে আফ্রিকান সিংহ। তবে অফ্রিকা থেকে নয়, ভারতেই দুটি চিড়িয়াখানা থেকে আনা হচ্ছে। সাফারি কর্তৃপক্ষ সূত্রে খবর আনা হচ্ছে গিবনও আনা হবে। এই আফ্রিকান সিংহকে রাখার জন্য কাজ প্রায় শেষ পর্যায়ে। জানা গিয়েছে, কলকাতার আলিপুর এবং ত্রিপুরার চিড়িয়াখানা থেকে দুটি সিংহ আনা হবে

শিলিগুড়ি:- শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ককে দর্শকদের কাছে আরও আকর্ষণী করে তুলতে আনা হবে আফ্রিকান সিংহ। তবে অফ্রিকা থেকে নয়, ভারতেই দুটি চিড়িয়াখানা থেকে আনা হচ্ছে। সাফারি কর্তৃপক্ষ সূত্রে খবর আনা হচ্ছে গিবনও আনা হবে। এই আফ্রিকান সিংহকে রাখার জন্য কাজ প্রায় শেষ পর্যায়ে। জানা গিয়েছে, কলকাতার আলিপুর এবং ত্রিপুরার চিড়িয়াখানা থেকে দুটি সিংহ আনা হবে বেঙ্গল সাফারি পার্কে। এছাড়া আনা হচ্ছে গিবনও। এছাড়া নানা প্রজাতির সাপ নিয়ে তৈরি হচ্ছে একটি পার্কও। এছাড়া ঔষধি গাছের পার্ক এবং একটি অ্যাম্ফিথিয়েটারও পুজোর আগে দর্শকদের জন্য খুলে দেওয়া পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সিংহ এবং গিবন আনার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছ রাজ্য বন দফতর। দফতরের আশা সেপ্টেম্বরের মাঝমাঝি এই অনুমতি মিলতে পারে। তাই জোরকদমে নতুন বাসিন্দাদের জন্য পার্ক সাজানোর কাজ শুরু হবে। তবে কর্তৃপক্ষের লক্ষ্য পুজোর আগেই দর্শকদের জন্য বেঙ্গল সাফারিকে আরও আকর্যণীয় করে তোলা হবে। উল্লেখ্য, ২০১৬ সালে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের বনাঞ্চলের একাংশকে নিয়ে তৈরি হয় বেঙ্গল সাফারি পার্ক। পর্যটকদের কাছে অন্যতম আকর্যণীয় স্থান এই সাফারি পার্ক। প্রাচীর ঘেরা জঙ্গলে হিমালয়ান ব্ল্যাক বেয়ার, চিতাবাঘ, গন্ডার, অগুনতি হরিণ, ময়ূর, বুনো শুয়োর, কুমীর, নানা প্রজাতির পাখি, ভাম, ফিশি ক্যাট দেখা মেলে। এবার তাকে আরও আকর্ষণীয় করতে আফ্রিকান সিংহ আনছে কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement