ভারত:- ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তার সোশ্যাল মিডিয়ায় আগের অ্যাকাউন্ট এ পোস্ট করেছে যে আদিত্য-এল ১ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা শুরু করেছে। স্টেপস যন্ত্রের সেন্সরগুলি পৃথিবী থেকে ৫০ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সুপার-থার্মাল এবং এনার্জেটিক আয়ন এবং ইলেকট্রন পরিমাপ করা শুরু করেছে৷ এই তথ্য বিজ্ঞানীদের পৃথিবীর চারপাশে কণার আচরণ বিশ্লেষণ করতে সাহায্য করে। এই ছবিটি বিভিন্ন ইউনিটগুলির মধ্যে একটি দিয়ে সংগৃহীত শক্তিযুক্ত কণা সম্পর্কিত বায়ুমণ্ডলের তারতম্য সম্পর্কে তথ্য দেয়। সূত্রের খবর, আইএসআরও-এর মতে, আদিত্য-এল১ যে তথ্য সংগ্রহ করবে তা বিজ্ঞানীদের পৃথিবীর চারপাশে কণার আচরণ বিশ্লেষণ করতে সাহায্য করবে। জেনে রাখা ভালো, ভারতীয় মহাকাশ সংস্থা ISRO ২রা সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV C 57 রকেটের সাহায্যে আদিত্য এল-১ উৎক্ষেপণ করেছিল। আদিত্য L-1 প্রায় ৪ মাসের মধ্যে সূর্যের কাছে L1 বিন্দুতে পৌঁছাবে। এই মিশনের মাধ্যমে সূর্য নিয়ে গবেষণা করার লক্ষ্য ইসরো। এই মিশনের সাথে মোট সাতটি পেলোড পাঠানো হয়েছে, যা বিভিন্ন ডেটা সংগ্রহ করে ইসরোকে পাঠাবে। সূত্রের খবর, জানা গিয়েছে, এই মিশনে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এল-১ পয়েন্ট। এই বিন্দুটি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত।
Advertisement
Advertisement



