• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

রেস্তোরাঁয় জন্মদিনের পার্টিতে জলের বোতলে অ্যাসিড, অসুস্থ ২ নাবালক  

ইসলামাবাদ, ৬ অক্টোবর — জন্মদিনের পার্টি চলছিল রেস্তোরাঁয়। সেখানেই নাকি জলের বদলে দেওয়া হল অ্যাসিড।  সেই দিয়ে হাত ধুয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে দুই নাবালক। তাদের মধ্যে একজন আবার খেয়েও ফেলে সেটা। পুড়ে যায় শরীরের অনেক অংশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে রেস্তোরাঁর ম্যানেজারকে। পাকিস্তানের গ্রেটার ইকবাল এলাকার এক রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠান ছিল। পারিবারিক এই অনুষ্ঠানে

ইসলামাবাদ, ৬ অক্টোবর — জন্মদিনের পার্টি চলছিল রেস্তোরাঁয়। সেখানেই নাকি জলের বদলে দেওয়া হল অ্যাসিড।  সেই দিয়ে হাত ধুয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে দুই নাবালক। তাদের মধ্যে একজন আবার খেয়েও ফেলে সেটা। পুড়ে যায় শরীরের অনেক অংশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে রেস্তোরাঁর ম্যানেজারকে।

পাকিস্তানের গ্রেটার ইকবাল এলাকার এক রেস্তোরাঁয় জন্মদিনের অনুষ্ঠান ছিল। পারিবারিক এই অনুষ্ঠানে হাত ধোয়ার জন্য বোতল দেওয়া হয়েছিল।

হোটেলের এক কর্মচারীর দেওয়া ওই বোতল থেকে আহমেদ নামে এক নাবালক হাত ধোয়। প্রথমে বুঝতে পারেনি সে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই হঠাৎ হাতের বিভিন্ন অংশ জ্বলে যায়। যন্ত্রণায় চিৎকার শুরু করে সে। অন্যদিকে আড়াই বছরের আর এক শিশু সেই অ্যাসিড খেয়ে বিপত্তি ঘটায়।

Advertisement

Advertisement

Advertisement