দিল্লি ,৫ জানুয়ারী — দিল্লিতে এমন অপ্রীতিকর কান্ড এর আগেও বহুবার ঘটেছে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো দিল্লির রোহিনী এলাকায় । ফের বাসে প্রকাশ্যে হস্তমৈথুন করতে গিয়ে ধরা পড়ল এক যুবক। ডিটিসি বাসে এক তরুণীর সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন করছিল সেই যুবক। প্রথমে তাকে বারণ করেন তরুণী। কিন্তু তাঁর চিৎকার-চেঁচামেচিতেও সেই একই কাজ করতে থাকে ওই যুবক। পরে বাসের সহযাত্রীরা তাকে ধরতে এলেই হাউহাউ করে কেঁদে ফেলে সে।
ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
Advertisement
উত্তর রোহিনীর থানার সাব-ইনস্পেকটর সুমন এই ঘটনার তদন্ত করছেন।পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই তরুণী থানায় এসে কোনও লিখিত অভিযোগ দায়ের করতে চাননি। শুধু ঘটনার বিবরণ দিয়েছেন তিনি। বয়ান রেকর্ড করতেও রাজি হননি। তবে ঘটনার তদন্ত করছে পুলিশ। ওই যুবকের খোঁজ চলছে।
Advertisement
Advertisement



