কলকাতা ২৭ আগস্ট —অ্যাক্রোপলিস মলের ঠিক সামনে শুক্রবার রাতে খুনোখুনির ঘটনা ঘটে গিয়েছে। ৩সি/১ রুটের বাস কন্ডাক্টরদের মধ্যে বচসা থেকে খুনোখুনির ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাস পার্কিং নিয়ে দুটি বাসের কন্ডাক্টর ও ড্রাইভারের বচসা শুরু হয়। রাত ১১টা নাগাদ বচসা থেকেই শুরু হয় হাতাহাতি। অভিযোগ, এর মধ্যেই পকেট থেকে ছুরি বের করে অর্জুনের পেটে গেঁথে দেয় অন্য বাসের কন্ডাক্টর শেখ রাজু ।ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় অর্জুন হালদার নামের এক বাস কন্ডাক্টরকে। নিহতের নাম অর্জুন হালদার। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার এলাকায়।
Advertisement
Advertisement



