• facebook
  • twitter
Saturday, 14 September, 2024

‘নায়িকাকে গেরুয়া রঙের পোশাক ও গানের নাম বেশরম রং’ হওয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক

মুম্বাই ,১৮ ডিসেম্বর –মুক্তি পাওয়ার পরও থেমে নেই পাঠান বিতর্ক। বিতর্কটা পাঠান ছবির ‘বেশরম রং’ গান মুক্তি পাওয়ার পর থেকেই। মধ্যপ্রদেশের ইন্দোরে বলিউড কিং খানের কুশপুতুল দাহ করলেন হিন্দুত্ববাদীরা। ছবি বয়কটের দাবিও জানান তাঁরা। ছবির নতুন এই গানে দীপিকার পাশাপাশি শাহরুখও কম বেশরম নন। আর তাতেই আপত্তি নেটিজেনদের। গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে আসে ‘বেশরম’। তাতেই তোলপাড় নেটদুনিয়া।

মুম্বাই ,১৮ ডিসেম্বর –মুক্তি পাওয়ার পরও থেমে নেই পাঠান বিতর্ক। বিতর্কটা পাঠান ছবির ‘বেশরম রং’ গান মুক্তি পাওয়ার পর থেকেই। মধ্যপ্রদেশের ইন্দোরে বলিউড কিং খানের কুশপুতুল দাহ করলেন হিন্দুত্ববাদীরা। ছবি বয়কটের দাবিও জানান তাঁরা।

ছবির নতুন এই গানে দীপিকার পাশাপাশি শাহরুখও কম বেশরম নন। আর তাতেই আপত্তি নেটিজেনদের। গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে আসে ‘বেশরম’। তাতেই তোলপাড় নেটদুনিয়া।

‘পাঠান’ ছবির গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, “পাঠান ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না।” তাঁর কথায়, “পাঠান ছবির এই গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়। এর তীব্র বিরোধিতা করছি।”সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’ । নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, “পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।” এই টুইট শেয়ার করেই আবার সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তাঁর স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে বয়কট করার ডাকও দেওয়া হয়েছে।