• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ঘুমন্ত বাবা, মা-সহ তিন বছরের শিশুকে পিষে দিল হাতির দল

রাঁচি, ৫ মে– ঘুমের মধ্যেই হাতির পায়ের তলায় পিষে মৃত্যু হল তিন বছরের মেয়ে সহ গোটা পরিবারের। সারা দিনের কাজের পর মেয়েকে নিয়ে বেঘোরে ঘুমাচ্ছিলেন স্বামী-স্ত্রী।ঝাড়খণ্ডের লাতেহার জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ এই ঘটনা হয়েছে। মালহান পঞ্চায়েতের একটি ইটভাটায় কাজ করতেন ফানু ভুঁইয়া (৩০)। রাজধানী রাঁচী থেকে ৮০ কিলোমিটার দূরে। ইটভাটার কাছেই

রাঁচি, ৫ মে– ঘুমের মধ্যেই হাতির পায়ের তলায় পিষে মৃত্যু হল তিন বছরের মেয়ে সহ গোটা পরিবারের। সারা দিনের কাজের পর মেয়েকে নিয়ে বেঘোরে ঘুমাচ্ছিলেন স্বামী-স্ত্রী।ঝাড়খণ্ডের লাতেহার জেলার ঘটনা।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ এই ঘটনা হয়েছে। মালহান পঞ্চায়েতের একটি ইটভাটায় কাজ করতেন ফানু ভুঁইয়া (৩০)। রাজধানী রাঁচী থেকে ৮০ কিলোমিটার দূরে। ইটভাটার কাছেই একটি ঝুপড়িতে থাকতেন ফানু। শুক্রবার রাতে সেখানেই ঘুমিয়েছিলেন তিনি, তাঁর স্ত্রী ববিতা দেবী (২৫) এবং তিন বছরের মেয়ে।

Advertisement

চান্দওয়া থানার পুলিশ আধিকারিক অমিক কুমার বলেন, ‘মাঝরাতে একপাল হাতি ওই ইটভাটা এলাকায় আসে। একই পরিবারের তিন জনকে পিষে দেয়, বাকি শ্রমিকেরা হাতি আসতে দেখে পালিয়ে যান।’ তিনি জানিয়েছেন, তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য লাতেহার হাসপাতালে পাঠানো হয়েছে। লাতেহার ডিভিশনের বন আধিকারিক রৌশন কুমার জানান, গত কয়েক দিন ধরেই বালুমঠ এবং চান্দওয়া বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রায় ১৪টি হাতি। বন আধিকারিক জানিয়েছেন, মৃতদের পরিবারের সদস্যকে ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement