রাঁচি, ৫ মে– ঘুমের মধ্যেই হাতির পায়ের তলায় পিষে মৃত্যু হল তিন বছরের মেয়ে সহ গোটা পরিবারের। সারা দিনের কাজের পর মেয়েকে নিয়ে বেঘোরে ঘুমাচ্ছিলেন স্বামী-স্ত্রী।ঝাড়খণ্ডের লাতেহার জেলার ঘটনা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ এই ঘটনা হয়েছে। মালহান পঞ্চায়েতের একটি ইটভাটায় কাজ করতেন ফানু ভুঁইয়া (৩০)। রাজধানী রাঁচী থেকে ৮০ কিলোমিটার দূরে। ইটভাটার কাছেই একটি ঝুপড়িতে থাকতেন ফানু। শুক্রবার রাতে সেখানেই ঘুমিয়েছিলেন তিনি, তাঁর স্ত্রী ববিতা দেবী (২৫) এবং তিন বছরের মেয়ে।
Advertisement
Advertisement
Advertisement



