রানিপেট, ১৩ নভেম্বর –মুহূর্তের মধ্যে ম্লান হয়ে গেল দীপাবলির আনন্দ উৎসব । বাজি পোড়ানোর সময় শিশুকন্যার শরীরে ওপর বাজি পড়ে মৃত্যু হল চার বছরের এক শিশুর। ঘটনাটি ঘটে তামিলনাড়ুর রানিপেটে। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে খবর, রবিবার দীপাবলি উপলক্ষে আতসবাজি পোড়াচ্ছিলেন পরিবারের সদস্যরা। সেই সময় একটি বাজি ওই শিশুটির গায়ে পড়ে যায়। শিশুটির বুক এবং হাত পুড়ে যায়।
Advertisement
Advertisement



