লিবিয়ায় মুক্ত ৯ জন ভারতীয় নাবিক, দেশে ফেরানোর ব্যবস্থা করছে বিদেশ মন্ত্রক 

Written by SNS June 5, 2023 4:31 pm

দিল্লি – ৫ জুন – একটি বাণিজ্যিক জাহাজের ৯ জন নাবিককে গত কয়েক মাস আটক করে রাখে লিবিয়ার একটি বিদ্রোহী দল। সূত্রের খবর  বুধবার মুক্তি পেয়ে ওই নাবিকেরা লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গিয়ে পৌঁছন। সেখানে তাঁরা টিউনিসিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। নাবিকরা জানিয়েছেন, মাল্টা থেকে ত্রিপোলি যাওয়ার পথে তাঁদের জাহাজ এমটি মায়া – ১, লিবিয়ার উপকূলের সামনে খারাপ হয়ে যায় । সেই সময়েই তাঁদের আটক করে বিদ্রোহীদের একটি দল । ইতিমধ্যেই টিউনিসিয়ার ভারতীয় দূতাবাসের তরফে লিবিয়ার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে ওই ৯ জনকে নিরাপদে দেশে ফেরানোর বন্দোবস্তে সক্রিয় হয়েছে। তৎপর হয়েছে বিদেশ মন্ত্রক। ৯ জন নাবিককে ত্রিপোলির একটি হোটেলে রাখা হয়েছে। ৯ জন নাবিকের মধ্যে উত্তরপ্রদেশের ৫ জন।  রাজস্থান, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ এবং গুজরাতের এক জন করে রয়েছেন।  যতক্ষণ না ওই দেশ থেকে নাবিকদের জন্য ভিসার ব্যবস্থা করা না হচ্ছে, তত দিন  নাবিকদের ওই হোটেলেই রাখা হবে।