• facebook
  • twitter
Friday, 4 October, 2024

বহুতলে আগুন, মৃতু্য ন’জনের, জখম আরও কয়েক জন

হায়দরাবাদ, ১৪ নভেম্বর– দীপাবলিতে আগুনে ঝলসে মৃতু্য হল ৯ জনের৷ হায়দরাবাদের নামপল্লী এলাকার একটি বহুতলে আগুনের ঘটনাটি ঘটে৷ এই ঘটনায় আরও তিন জন জখম হয়েছেন৷ পুলিশ সূত্রে খবর, বহুতলের নীচের তলায় আগুন লাগে৷ সেখানে রাসায়নিক পদার্থ মজুত করা ছিল৷ এর ফলে দ্রুত আগুন ছডি়য়ে পডে়৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, নীচে গাডি় মেরামত করা হচ্ছিল৷ তা থেকে স্ফুলিঙ্গ

হায়দরাবাদ, ১৪ নভেম্বর– দীপাবলিতে আগুনে ঝলসে মৃতু্য হল ৯ জনের৷ হায়দরাবাদের নামপল্লী এলাকার একটি বহুতলে আগুনের ঘটনাটি ঘটে৷ এই ঘটনায় আরও তিন জন জখম হয়েছেন৷ পুলিশ সূত্রে খবর, বহুতলের নীচের তলায় আগুন লাগে৷ সেখানে রাসায়নিক পদার্থ মজুত করা ছিল৷ এর ফলে দ্রুত আগুন ছডি়য়ে পডে়৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, নীচে গাডি় মেরামত করা হচ্ছিল৷ তা থেকে স্ফুলিঙ্গ বার হচ্ছিল৷ এই স্ফুলিঙ্গ থেকেই আগুন লাগে বলে দাবি তাঁদের৷ যদিও কী কারণে আগুন লাগল, তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি৷ এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে৷