• facebook
  • twitter
Sunday, 13 October, 2024

মহিলাদের গর্ভবতী করলেই লাখ টাকা পুরস্কার! বিহারে প্রতারণার কারবারে গ্রেফতার ৮

পাটনা, ৩১ ডিসেম্বর– এ যেন চিন-জাপান। হ্রাস পেতে থাকা জনসংখ্যার জন্য যেখানে সন্তান ধারণ করলেই সরকারের তরফে মেলে নানান পুরস্কার। বিহারেও চলছিল এমনি এক খেলা। যার পরিণতি হিসাবে জুটল শেষে গরাদ। সন্তান ধারণ নি:সন্তান মহিলাদের গর্ভবতী করতে হবে। কাজে সফল হলেই পুরুষদের জন্য রয়েছে লাখ টাকা রোজগারের হাতছানি। তবে সেই টাকা তো পুরুষরা পেতেনই না, উল্টে

পাটনা, ৩১ ডিসেম্বর– এ যেন চিন-জাপান। হ্রাস পেতে থাকা জনসংখ্যার জন্য যেখানে সন্তান ধারণ করলেই সরকারের তরফে মেলে নানান পুরস্কার। বিহারেও চলছিল এমনি এক খেলা। যার পরিণতি হিসাবে জুটল শেষে গরাদ। সন্তান ধারণ নি:সন্তান মহিলাদের গর্ভবতী করতে হবে। কাজে সফল হলেই পুরুষদের জন্য রয়েছে লাখ টাকা রোজগারের হাতছানি। তবে সেই টাকা তো পুরুষরা পেতেনই না, উল্টে রেজিস্ট্রেশনের নামে নেওয়া টাকা গায়েব করে দেওয়া হত। এমনই এক প্রতারণার কারবার দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। ঘটনাটিতে ইতিমধ্যে বিহার থেকে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিহারের নওয়াদা এলাকায় ‘অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব এজেন্সি’ নামে একটি সংস্থায় বেশ অনেকদিন ধরেই প্রতারণা চক্র চলছিল। বিহার পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তরা রেজিস্ট্রেশনের নামে অনলাইনে ৭৯৯ টাকা দাবি করত। এরপর সিকিউরিটি ফি’র অছিলায় নেওয়া হত ৫ থেকে ২০হাজার টাকা। তবে কতজন এই রকম প্রতারণার শিকার হয়েছে তা এখনও জানা যায়নি। অভিযোগ, ওই সংস্থায় মহিলারা যাতে সফলভাবে প্রসব করতে পারে সেই জন্য পুরুষদের ১৩ লাখ টাকা রোজগারের প্রস্তাব দেওয়া হত। সারাদেশে মহিলাদের গর্ভবতী করার নামে অনলাইনে দিব্যি চলছিল এই প্রতারণার ব্যবসা।