মহামারির প্রভাব এশিয়ায় ৬ কোটি ৭৮ লাখ মানুষ অতি দরিদ্র হয়েছে

Written by SNS August 24, 2023 6:41 pm

দিল্লি, ২৪ আগস্ট– বিশ্ব থেকে বিদায় না নিলেও আতংক শেষ করোনা মহামারির। কিন্তু প্রভাব যে বর্তমান তা প্রমান করছে ৭০ লক্ষ অতি দরিদ্র মানুষ। এশিয়া মহাদেশে নতুন করে অতি দরিদ্র হয়েছে প্রায় ৭০ লাখের মতো মানুষ। এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার প্রকাশ করা ওই প্রতিবেদনে এডিবি জানিয়েছে,  ২০২২ সালে এশিয়ার দেশগুলোর মোট ১৫ কোটি ৫০ লাখ মানুষ অতি দরিদ্র। যার মধ্যে করোনা আমলে অতি দরিদ্র হয়েছেন ৬ কোটি ৭৮ লাখ মানুষ। তথ্য আরও বলছে, ২০২১ সালে আগের বছরের (২০২০) তুলনায় অতি দরিদ্র মানুষের সংখ্যা ৭৫-৮০ লাখ বেড়েছিল।

বিশ্বব্যাংকের হিসেবে যেসব মানুষের দৈনিক আয় ২.১৫ ডলারের কম, তারাই অতি দরিদ্র। ২০১৭ সালের পণ্যের দাম হিসেব করে এই সংজ্ঞা নির্ধারণ করেছিল বিশ্বব্যাংক। যদিও তার পর সবকিছুর দাম বেড়েছে আরো কয়েক গুণ।