তুরস্ক -সিরিয়ায় ধ্বংসলীলায় মৃত্যু সংখ্যা ছাড়াল ৫০ হাজার

Written by SNS February 25, 2023 6:04 pm

আঙ্কারা,২৫ ফেব্রুয়ারি — তুরস্ক সরকারের তরফে জানানো হয়েছে তাদের দেশে ৪৪ হাজার ২১৮ জনের দেহ উদ্ধার হয়েছে। পরপর কম্পনে কার্যত শেষ হয়ে গিয়েছে দু’টি দেশ।সিরিয়ায় মৃত্যু সংখ্যা পাঁচ হাজার ৯১৪।দুটি দেশ মিলিয়ে  মৃত্যু সংখ্যা ছাড়াল ৫০ হাজার। এখনও দু’দেশে উদ্ধার কাজ চলছে। প্রতিদিনই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ ।যেভাবে প্রকৃতি ধ্বংসলীলা চালিয়েছে তাতে এই দেশকে আবার নতুন করে আগের মতো করে গড়তে প্রায় এক দশক সময় লেগে।

তুরস্ক ও সিরিয়া এই দুটি দেশকেই বিভিন্ন ভাবে সাহায্য পাঠানো হচ্ছে।প্রতিবেশী দেশ ও ভারত থেকেও নানা মদত দেওয়ার চেষ্টা চলছে। তুরস্ককে নতুন করে গড়তে ইতিমধ্যেই এগিয়ে এসেছে মার্কিন ব্যাঙ্কিং সংস্থা জেপি মর্গ্যান। তারা জানিয়েছে, তুরস্কে ২ লক্ষ বহুতল আবাসন এবং ৭০ হাজার গ্রামীণ বাড়ি তৈরি করবে। ইতিমধ্যেই জানা গিয়েছে তুরস্কে ধ্বংসস্তূপের পরিমাণ দাঁড়িয়েছে ২১০ মিলিয়ন টন।