রাসায়নিকযুক্ত আয়ুর্বেদিক কফ সিরাপ খেয়ে গুজরাটে মৃত্যু ৫ জনের

Written by SNS November 30, 2023 6:50 pm

আহমেদাবাদ, ৩০ নভেম্বর – রাসায়নিকযুক্ত আয়ুর্বেদিক কফ সিরাপ খেয়ে গুজরাটে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটল। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন। জানা গিয়েছে, ওই কফ সিরাপের মধ্যে ছিল বিষাক্ত রাসায়নিক। ওষুধ খেয়েই অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। গত দুদিনে গুজরাটে মৃত্যু হয়েছে পাঁচ জনের।  কফ সিরাপ বিক্রির সঙ্গে যুক্ত ৩ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। তাদের জেরা করা হচ্ছে।

মর্মান্তিক এই ঘটনা ঘটে গুজরাটের  খেড়া জেলায়। পুলিশ সূত্রে খবর, কালমেঘশব-অসব অরিষ্টা নামে একটি কফ সিরাপ দোকানে বিক্রি হচ্ছিল। বিলদোরা গ্রামের কমপক্ষে ৫০ জনকে এই কফ্ সিরাপ বিক্রি করা হয়েছিল। বিষাক্ত কফ সিরাপ খেয়েই অসুস্থ হয়ে পড়েন অনেকে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, পাঁচজনের মৃত্যু হয়েছে এই কফ সিরাপ খেয়ে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুজন।
প্রাথমিকভাবে অনুমান, বিষাক্ত রাসায়নিক মিথাইল অ্যালকোহল মেশানো ছিল ওই কফ সিরাপে। খেড়ার এসপি রাজেশ গাঢ়িয়া বলেন, “এক গ্রামবাসীর রক্তপরীক্ষা  মিথাইল অ্যালকোহল মেলে। বিক্রি করার আগেই সম্ভবত এই রাসায়নিক মেশানো হয়।” উল্লেখ্য, মিথাইল অ্যালকোহল বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে।
এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। বিক্রেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।