• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

বিজেপিতে যোগ দিয়েছেন ৫ জেডিইউ বিধায়ক

মনিপুর ,৩রা সেপ্টেম্বর —জানা গিয়েছে, শুক্রবার দলবদলের কথা ঘোষণা করেন পাঁচ জেডিইউ বিধায়ক– কে জয়কিসান সিং, গুরুসঙ্গলুর সানাতে, আচাবউদ্দিন, থাঙ্গজাম অরুণকুমার এবং এল এম খাউতে। ওইদিনই বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তাঁরা।সংবিধানের দশম অনুসূচী মেনে দলবদলে সম্মতি প্রধান করেন স্পিকার।সুপ্রিমো নীতীশ কুমারকে চমকে দিয়ে দলটির ছ’জনের মধ্যে পাঁচজন বিধায়কই যোগ

মনিপুর ,৩রা সেপ্টেম্বর —জানা গিয়েছে, শুক্রবার দলবদলের কথা ঘোষণা করেন পাঁচ জেডিইউ বিধায়ক– কে জয়কিসান সিং, গুরুসঙ্গলুর সানাতে, আচাবউদ্দিন, থাঙ্গজাম অরুণকুমার এবং এল এম খাউতে। ওইদিনই বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তাঁরা।সংবিধানের দশম অনুসূচী মেনে দলবদলে সম্মতি প্রধান করেন স্পিকার।সুপ্রিমো নীতীশ কুমারকে চমকে দিয়ে দলটির ছ’জনের মধ্যে পাঁচজন বিধায়কই যোগ দিয়েছেন বিজেপিতে। রাজনৈতিক কলাকুশলীদের মতে, বিহারের বদলা নিয়েছে বিজেপি।এবার মণিপুরেও বাজিমাত করেছে গেরুয়া শিবির।

Advertisement

Advertisement