অসুস্থ ৪০ যাত্রী, তদন্তের নির্দেশ রেলের

Written by Sunita Das November 29, 2023 5:16 pm

দিল্লি, ২৯ নভেম্বর– সমস্ত ট্রেনে না হলেও ভারতীয় রেলের বেশ কিছু ট্রেনে সফর করার পর যাত্রীরা অভিযোগ তুলেছেন নিম্নমানের খাবারের নিয়ে৷ অনেক সময় ট্রেনের প্যান্টিকারের খাবার খেয়ে অসুস্থ হতেও দেখা গিয়েছে যাত্রীদের৷ যদিও রেলের খাবারের বিষক্রিয়ায় একসঙ্গে ৪০ জন যাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনা শোনা যায়নি৷ এবার এমনটাই ঘটেছে চেন্নাই থেকে পুণেগামী ভারত গৌরব এক্সপ্রেসে৷ ঘটনার তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন রেলকর্তারা৷ কড়া ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে মন্ত্রক৷
রেল সূত্রে জানা গিয়েছে, আইআরসিটিসি অনুমোদিত একটি বেসরকারি কোম্পানির খাবার খেয়ে অসুস্থ হয়ে পডে়ন চেন্নাই থেকে পুণেগামী ভারত গৌরব এক্সপ্রেসের ৪০ জন যাত্রী৷ উল্লেখ্য, ভারত গৌরব হল রেলের পর্যটন ব্যবসার অন্যতম অঙ্গ৷ সেই ট্রেনে এমন ঘটনায় নড়চডে় বসেছে রেল মন্ত্রক৷ অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে রেল মন্ত্রক ৷