• facebook
  • twitter
Friday, 5 December, 2025

৩২জন তৃণমূল নেতার ইস্তফা! অভিষেকের সভার আগে উগরে দিলেন ক্ষোভ ,জানালেন অবহেলা এবং উপেক্ষার অভিযোগ

কোচবিহার, ২৬ এপ্রিল — কোচবিহারে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির শুরুতেই  ভাঙ্গন দেখা দিল দলের ভেতরে। নিজের প্রার্থী নিজে বেছে নেওয়ার অভিযানে ব্যালট বাক্স নিয়ে মারামারি, একে অন্যের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ করছে তৃণমূলের দুই গোষ্ঠী।বুধবার তুফানগঞ্জের চিলাখানা এবং ক্রীড়া সংস্থার মাঠে সভা রয়েছে অভিষেকের।  তার আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে ৩২ জন তৃণমূল নেতা।  মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জের ১

কোচবিহার, ২৬ এপ্রিল — কোচবিহারে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির শুরুতেই  ভাঙ্গন দেখা দিল দলের ভেতরে। নিজের প্রার্থী নিজে বেছে নেওয়ার অভিযানে ব্যালট বাক্স নিয়ে মারামারি, একে অন্যের বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ করছে তৃণমূলের দুই গোষ্ঠী।বুধবার তুফানগঞ্জের চিলাখানা এবং ক্রীড়া সংস্থার মাঠে সভা রয়েছে অভিষেকের।  তার আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে ৩২ জন তৃণমূল নেতা। 

মঙ্গলবার বিকেলে তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের ধলপল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই তৃণমূল নেতারা জানান, তাঁরা অনেক দিন থেকে দল করছেন। কিন্তু দলে আর পুরনো নেতা-কর্মীরা গুরুত্ব পাচ্ছেন না।নেতাদের অভিযোগ তাঁদের কোনও দাবিই মানা হয়নি। কোনও আবেদনও শোনা হয়নি। বিভিন্ন অসন্তোষের কারণে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর মধ্যে রয়েছেন স্থানীয় বুথ সভাপতি, অঞ্চল সম্পাদক এবং ব্লক কমিটির সদস্যেরা। ইস্তফাপত্র হাতে নিয়ে তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য নিজামউদ্দিন মণ্ডল বলেন,‘‘দলের সাফল্যের সময় যেমন কোনও কাজ পাইনি, ব্যর্থতারও কোনও দায় নেব না। আমরা আলোচনা করে মোট ৩২ জন ইস্তফা দিয়েছি।’’ মঙ্গলবার বিকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

Advertisement