• facebook
  • twitter
Monday, 17 March, 2025

নিখোঁজ তিন শিশুর মৃতদেহ এসইউভি গাড়িতে

নাগপুর, ১৯ জুন– শনিবার থেকে নিখোঁজ ৩ শিশুর নিথর দেহ পাওয়া গেল রবিবার একটি দামি এসইউভি গাড়ি থেকে।  জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাগপুরে ফারুকনগরের বাসিন্দা ছিল তৌফিক ফিরোজ খান, আলিয়া ফিরোজ খান এবং আফরিন ইরশাদ খান নামে ওই তিন নাবালক। আলিয়া এবং আফরিন ছিল ৬ বছর বয়সি এবং তৌফিকের বয়স ৪ বছর। শনিবার সন্ধ্যায় ওই ৩ শিশুর

নাগপুর, ১৯ জুন– শনিবার থেকে নিখোঁজ ৩ শিশুর নিথর দেহ পাওয়া গেল রবিবার একটি দামি এসইউভি গাড়ি থেকে। 

জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাগপুরে ফারুকনগরের বাসিন্দা ছিল তৌফিক ফিরোজ খান, আলিয়া ফিরোজ খান এবং আফরিন ইরশাদ খান নামে ওই তিন নাবালক। আলিয়া এবং আফরিন ছিল ৬ বছর বয়সি এবং তৌফিকের বয়স ৪ বছর। শনিবার সন্ধ্যায় ওই ৩ শিশুর পরিবারের লোকজন থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ খোঁজ চালাচ্ছিল ওই ৩ শিশুর। রবিবার, ২৪ ঘণ্টা পার করে ওই ৩ শিশুকে খুঁজে পাওয়া গেল মৃত অবস্থায়। গাড়িটি সেই মৃত নাবালকদের বাড়ির কাছেই দাঁড় করানো ছিল।

বন্ধ গাড়ির জানলা ভেঙে ওই ৩ শিশুর দেহ আবিস্কার করেন এক পুলিশ কর্মী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহগুলি। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।