২০২৩ সাল তাপমাত্রার সব রেকর্ড ভেঙে ফেলেছে: জাতিসংঘ মহাসচিব

Written by Sunita Das October 13, 2023 4:16 pm

চলতি ২০২৩ সাল পৃথিবীর তাপমাত্রার সব রেকর্ড ভেঙে ফেলেছে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস৷ তিনি বলেন, এ বছর বিশ্বে রেকর্ড পরিমাণ খরা, অগ্নিকাণ্ড ও বন্যার ঘটনা ঘটেছে৷ এসব দুর্যোগের কারণে সৃষ্ট পরিস্থিতি আরো জটিল হচ্ছে দারিদ্র্য ও অসমতার কারণে৷
শুক্রবার আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এসব কথা বলেন৷ জাতিসংঘের মহাসচিব বলেন, দরিদ্র আর প্রান্তিক মানুষেরাই প্রায়ই চরমভাবাপন্ন আবহাওয়ার সবচেয়ে ঝুঁকিতে থাকে৷ তাদের অনেকের বসবাস বন্যা ও খরাপ্রবণ এলাকায়৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ক্ষয়ক্ষতি হয়, তা এড়াতে এবং এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতিও রয়েছে তাদের৷ ফলে তারা নির্বিচারে আক্রান্ত হয়, আরো দরিদ্র হওয়ার ঝুঁকিতে থাকে৷ তিনি বলেন, এবারের আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবসের প্রতিপাদ্য হলো স্থিতিশীল ভবিষ্যতের জন্য অসমতার বিরুদ্ধে লড়াই৷ সব দেশেরই উচিত প্যারিস চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য ও দুর্যোগের চক্র ভাঙা, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাওয়া এবং দুর্যোগ ঝুঁকি প্রশমনে সেন্দাই ফ্রেমওয়ার্ক বাস্তবায়ন করা৷ জাতিসংঘ মহাসচিব আরো বলেন, এ বছর অনুষ্ঠিত কপ–২৮ সম্মেলনে যে ক্ষয়ক্ষতি তহবিল গঠন করা হয়েছে, তা কার্যকরের মাধ্যমে আমাদের অবশ্যই বৈশ্বিক পর্যায়ে অসমতা দূর করার চেষ্টা করতে হবে৷ পাশাপাশি ২০২৭ সালের মধ্যে, বিশ্বের সব মানুষকে আগাম সতর্কীকরণ ব্যবস্থার আওতায় আনার বিষয়টিও নিশ্চিত করতে হবে৷