• facebook
  • twitter
Monday, 2 December, 2024

নদিয়ার নাকাশিপাড়ায় অস্ত্রসহ গ্রেফতার ২ যুবক

নাকাশিপাড়া, ১৩ জুন – নদিয়ার নাকাশিপাড়ায় নাকা তল্লাশির সময় অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার ২ যুবক। নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার মালুমগাছায় এই যুবকদের কাছ থেকে ১টি পিস্তল এবং ১টি ভোজালি উদ্ধার করা হয়। ধৃতদের নাম বাপি শেখ এবং আশরফ শেখ। মঙ্গলবার তাঁদের কৃষ্ণনগর আদালতে হাজির করানো হয়। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়া নিয়ে কিছুদিন ধরেই নদিয়া

নাকাশিপাড়া, ১৩ জুন – নদিয়ার নাকাশিপাড়ায় নাকা তল্লাশির সময় অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেফতার ২ যুবক। নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার মালুমগাছায় এই যুবকদের কাছ থেকে ১টি পিস্তল এবং ১টি ভোজালি উদ্ধার করা হয়। ধৃতদের নাম বাপি শেখ এবং আশরফ শেখ। মঙ্গলবার তাঁদের কৃষ্ণনগর আদালতে হাজির করানো হয়।

পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়া নিয়ে কিছুদিন ধরেই নদিয়া থেকে অশান্তির খবর আসছিল। প্রশাসনের তরফে সতর্ক হওয়ার পর শুরু হয় নাকা তল্লাশি। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে রাস্তায় নাকা তল্লাশি চলার সময় ২ সন্দেহভাজনকে আটকানো হয়। তাঁদের কথাবার্তায় অসঙ্গতি মিললে ২ যুবককে তল্লাশি করা হয়। তখন তাদের কাছ থেকে ১টি পিস্তল এবং ১টি ভোজালি মেলে। ধৃত আশরফের বাড়ি নদিয়ার সীতাচন্দনপুরের এবং বাপির বাড়ি হরনগরে ।