• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

রাস্তা বলে মৃত্যু দেখিয়ে দিল গুগল ম্যাপ, গাড়ি সহ নদীতে ডুবে মৃত্যু ২ চিকিৎসকের

তিরুবন্তপুরম, ২ অক্টোবর– নদীতে গাড়ি ডুবে প্রাণ হারালেন দুই চিকিৎসক।আরও তিন চিকিৎসারত।  পুলিশ জানিয়েছে, কেরলের  কোচির পেরিয়ার নদীতে গাড়ি ডুবে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। এক বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন বছর উনত্রিশের অদভেদ এবং আজমল। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ কদুনগাল্লুর থেকে চারচাকা গাড়িতে ফিরছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন আরও তিনজন। রাস্তা চেনার জন্য গুগল ম্যাপ অন

তিরুবন্তপুরম, ২ অক্টোবর– নদীতে গাড়ি ডুবে প্রাণ হারালেন দুই চিকিৎসক।আরও তিন চিকিৎসারত।  পুলিশ জানিয়েছে, কেরলের  কোচির পেরিয়ার নদীতে গাড়ি ডুবে ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। এক বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন বছর উনত্রিশের অদভেদ এবং আজমল। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ কদুনগাল্লুর থেকে চারচাকা গাড়িতে ফিরছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন আরও তিনজন। রাস্তা চেনার জন্য গুগল ম্যাপ অন করেই গাড়ি চালাচ্ছিলেন চালক। আর তাতেই ঘটে যাবতীয় বিপত্তি। পেরিয়ার নদীটিকে ভুলবশত জল জমে আছে বলে দেখায় গুগল ম্যাপে। ফলে গাড়ি নিয়ে সোজা এগিয়ে যায় সেদিকে।

সঙ্গে সঙ্গে গাড়িটি ডুবে যায় নদীতে। ঘটনা দেখে ছুটে আসেন প্রত্যক্ষদর্শীরা। গাড়িটি তোলার চেষ্টা করেন তাঁরা। খবর দেওয়া হয় দমকল বাহিনী এবং পুলিশকে। তারাও ঘটনাস্থলে পৌঁছায়। কোনওভাবেই বের করা যাচ্ছিল না অদভেদ ও আজমল। বাকি তিনজন কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসেন। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দীর্ঘক্ষণের চেষ্টায় শেষমেশ স্কুবা ডাইভাররা অদভেদ ও আজমলের দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে পথঘাট ভালোভাবে দেখা যাচ্ছিল না। ম্যাপ অনুসরণ করাতেই ঘটে বিপত্তি।