ফের রক্তাক্ত পাকিস্তান, জঙ্গি হানায় ফিদায়েঁ নিহত ২

Written by Sunita Das December 15, 2023 5:06 pm

ইসলামাবাদ, ১৫ ডিসেম্বর– তিনদিনের মাথায় ফের রক্তাক্ত হল পাকিস্তান৷ শুক্রবার খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হয়েছেন দুই পুলিশকর্মী৷ আহত হয়েছেন বেশ কয়েকজন৷ জেহাদিদের খুঁজতে শুরু করা হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান৷
পাকিস্তানের সংবাদপত্র ডন সূত্রে খবর, এদিন খাইবার পাখতুনখোয়ার টঙ্ক জেলার পুলিশের সদরদপ্তরে হামলা চালায় জঙ্গিরা৷ এই বিষয়ে টঙ্কের পুলিশ আধিকারিক ইফতিখার শাহ বলেন, এক ফিদায়েঁ জঙ্গি বড়সড় নাশকতার ছক কষেছিল৷ কিন্ত্ত এই পরিকল্পনা বানচাল করে দেওয়া হয়েছে৷ জেহাদিদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে৷ জানা গিয়েছে, এই হামলার দায় স্বীকার করেছে সদ্য মাথাচারা দিয়ে ওঠা জঙ্গি গোষ্ঠী আনসারুল জিহাদ৷ পরপর এই জঙ্গিহানা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ইসলামাবাদ৷
উল্লেখ্য, চলতি সপ্তাহের গত মঙ্গলবারই খাইবার পাখতুনখোয়ার  ডেরা ইসমাইল খান শহরের একটি থানা ও সেনাঘাঁটিতে হামলা চালায় ফিদায়েঁ জঙ্গিদের একটি দল৷ জেহাদিরা নিরাপত্তা বলয় ভেদ করে ঢুকে পড়ে৷ পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায়৷ ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৩ জন৷ আহত হয়েছিলেন কমপক্ষে ২৮ জন৷ হামলার দায় স্বীকার করেছিল তেহরিক-ই-জেহাদ পাকিস্তান৷
বলে রাখা ভালো, এই ডেরা ইসমাইল খান শহর মূলত আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি এলাকা৷ সেখানে আইন কানুন বা সরকারি নিয়ন্ত্রণ নেই বললেই চলে৷ যা অন্য দেশ-সহ পাকভূমেরও বহু ইসলামিক সন্ত্রাসীদের চরণক্ষেত্র৷